সিলেট ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, জুন ২৫, ২০২০
সিল-নিউজ-বিডি ডেস্ক :: করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন শ্রীমঙ্গল লালবাগ নিবাসী ও শহরের সেন্ট্রাল রোডের ব্যবসায়ী মুহিবুর রহমান মবু। পরে ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা টিম তার জানাজা ও দাফন কার্যক্রম সম্পন্ন করে।
ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা টিম প্রধান মাওলানা এহসানুল হক জাকারিয়ার নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা টিম প্রধান মাওলানা এম এ রহীম নোমানী, টিম সদস্য হারুন মিয়া, হাফেজ হেলাল বিন আব্দুল মালেক ও হাফেজ আব্দু রাজ্জাক।
শ্রীমঙ্গল উপজেলা টিম প্রধান মাওলানা এম এ রহীম নোমানী বলেন, বুধবার দিবাগত রাত দুইটায় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম আমাকে মোবাইল ফোনে বিষয়টি অবগত করেন। পরে বিষয়টি আমি জেলা টিম প্রধান মাওলানা এহসানুল হক জাকারিয়াকে জানাই। তারপর দ্রুত ঘটনাস্থলে যায় আমাদের টিম। পরে বৃহস্পতিবার ভোর সাড়ে ছয়টায় দাফন সম্পন্ন করা হয়।
জানাযার ইমামতি করেন মাওলানা এহসানুল হক জাকারিয়া। সার্বিক যোগাযোগ রাখেন উপজেলা সহ-টিম প্রধান মাওলানা জুনাইদ আহমদ জুনেদ।
জেলা টিম প্রধান মাওলানা এহসানুল হক জাকারিয়া বলেন, আমরা এ পর্যন্ত ৮টি লাশ দাফন করেছি। ইনশা আল্লাহ এ পরিস্থিতি অব্যাহত থাকা পর্যন্ত আমরা সদা প্রস্তুত রয়েছি।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি