দিরাই-শাল্লার উন্নয়নে ড. মাওলানা শোয়াইব আহমদের ১২ দফা

প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২৫

দিরাই-শাল্লার উন্নয়নে ড. মাওলানা শোয়াইব আহমদের ১২ দফা

দিরাই-শাল্লার উন্নয়নে ড. মাওলানা শোয়াইব আহমদের ১২ দফা

নিউজ ডেস্ক

 

সারাদেশে ভাটি বাংলার আলোচিত একটি নাম হচ্ছে, আমাদের দিরাই ও শাল্লা। অগণিত জ্ঞানী, গুনী, ওলী-আউলিয়া, শিক্ষক, কবি, সাহিত্যিক, সাংবাদিক, রাজনীতিবিদ, ব্যবসায়ী, কৃষক শ্রমিক ও নানা শ্রেণী পেশার লোকের একটি প্রাচীন জন ব্রিটিশ শাসন আমল থেকেই দিরাই-শাল্লা ছিল ধান, পাট, মাছ, মৌসুমী ফসলের উল্লেখযোগ্য কেন্দ্র। দিরাই ও শাল্লা উভয় উপজেলা সুনামগঞ্জ জেলা তথা বাংলাদেশের উলেখযোগ্য একটি জায়গা। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, অর্ধশতাব্দীর বেশী সময় পার হওয়ার পরও এই অবহেলিত জনপদের বঞ্চিত জনগণ স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে পারেনি। আমি মনে করি, আমাদের সর্বপ্রথম দরকার হাওর উন্নয়ন।’

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ড. মাওলানা শোয়াইব আহমদে সাংবাদিকদের সাথে মতবিনিয়ম সভায় তিনি এসব কথা বলেন।

এসময় তিনি সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা)এলাকার উন্নয়নে ১২ দফা পরিকল্পনা তুলে ধরেন।

সোমবার (৩ ফ্রেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলা জমিয়তের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি আরও বলেন, ‘আশ্বিন-কার্তিকের পর হাওরের ভাসা পানি থাকে না। ফলে ‘শীতে পাও, বর্ষায় নাও’ বলা হলেও আশ্বিন-কার্তিকে এমন পরিস্থিতি তৈরি হয় যে, যোগাযোগের একমাত্র মাধ্যম পাও ঠিকমতো কাজ করে না। বর্ষায় দ্বীপের মতো ভেসে থাকে যে বিচ্ছিন্ন এক একটি গ্রাম, যোগাযোগের সমস্যার কারণে সেসব গ্রাম এই সময়ে প্রকৃতই বসবাসের অনুপযোগী হয়ে ওঠে। শিক্ষা, চিকিৎসাসহ উন্নয়নের যেসব অনুষঙ্গ আধুনিক যোগাযোগের সঙ্গে সম্পর্কিত বলে বিবেচিত,তার সবকিছু থেকেই বঞ্চিত হই আমরা হাওরাঞ্চলের মানুষ।সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা)এলাকার উন্নয়নে ড. মাওলানা শোয়াইব আহমদের ১২ দফা পরিকল্পনা গুলো হল, দিরাই-শাল্লা রাস্তা নির্মান, মেরামত ও জেলা শহরের সাথে দুই উপজেলার রাস্তা আধুনিকায়ন। উপজেলা সদরের সাথে ইউনিয়ন সমূহের যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন।ইরি-বোরো ফসলের স্বার্থে পানি সংরক্ষণ ও নিষ্কাশনের ব্যবস্থা করা। বন্যা ও প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলায় শক্ত বাঁধ নির্মাণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। শাল্লা উপজেলাকে একটি পরিকল্পিত আবাসিক এলাকা হিসেবে গড়ে তোলা। শিক্ষার বিস্তার ও চরিত্রবান সুনাগরিক তৈরি করা। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পিছিয়ে পরা জনগোষ্ঠীকে এগিয়ে নিতে সার্বিক ব্যবস্থা গ্রহণ করা। স্বাস্থ্য সেবার লক্ষ্যে চিকিৎসার মানোন্নয়ন, এ্যাম্বুল্যান্স সরবরাহ ও আর্সেনিক মুক্ত পানির যোগান দেওয়া। শাল্লা উপজেলা সদরে ফায়ার সার্ভিস স্টেশন আধুনিকায়ন করন।দিরাই পৌরসভাকে উন্নত শিল্প ও শাল্লা উপজেলাকে বৃহৎ ও কুটির শিল্প এলাকা হিসেবে গড়ে তোলা। ধান, রবি ফসল ও মৎস্য চাষের ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা।হাওড় অঞ্চলের ফসলের উন্নয়ন কল্পে নদী এবং খাল খনন কাজের উন্নয়ন।’

এসময় উপস্থিত ছিলেন- দিরাই উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা মুহিউদ্দীন কাসেমী, উপজেলা জমিয়তের সেক্রেটারি মুখতার হোসেন চৌধুরী, উপজেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আবিদুর রহমান প্রমুখ।