সিলেট ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২৫
মস্কোতে বিস্ফোরণে রুশপন্থি আধা সামরিক বাহিনীর নেতার মৃত্যু
অনলাইন ডেস্ক
মস্কোতে একটি বিস্ফোরণে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন রুশপন্থি আধাসামরিক বাহিনীর নেতা আর্মেন সার্গসিয়ান।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, রাশিয়ার সংবাদমাধ্যমগুলো জানিয়েছে নিহত আর্মেন সারগসিয়ান ছিলেন ‘আরবাত’ ব্যাটালিয়নের নেতা। সোমবার সকালে মস্কোর উত্তর-পশ্চিমে একটি আবাসিক ভবনের প্রবেশদ্বারে বিস্ফোরণ ঘটলে মারাত্মকভাবে আহত হন তিনি। ঘটনার স্থানটি রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে।
বিস্ফোরণের পর আর্মেন সারগসিয়ানকে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়। তবে নির্ভরযোগ্য একটি টেলিগ্রাম সূত্রের বরাতে বিবিসি জানায়, শেষ পর্যন্ত তিনি আহত অবস্থায় মৃত্যুবরণ করেন।
এই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে সারগসিয়ানের একজন দেহরক্ষীও আছেন। কিছু সূত্র দাবি করেছে, বিস্ফোরণে সারগসিয়ান ছাড়াও অন্তত আরও একজন নিহত হয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, ২০২৩ সালের ডিসেম্বরে ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ সারগসিয়ানকে ‘অপরাধী চক্রের নেতা’ হিসেবে অভিহিত করেছিল। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি ইউক্রেনে যুদ্ধের জন্য বন্দীদের নিয়োগ করছিলেন। এর আগে ২০১৪ সালের মে মাস থেকেই তিনি হত্যার অভিযোগে আন্তর্জাতিকভাবে অভিযুক্ত ছিলেন।
এসবিইউ আরও জানিয়েছে, সারগসিয়ান পলাতক সাবেক ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।
সার্গসিয়ানের জন্ম ইউক্রেনের ডনেস্ক অঞ্চলের গোরলোভকা শহরে। ২০১৪ সাল থেকে এটি রাশিয়ার দখলে রয়েছে। তার মৃত্যু নিশ্চিত করে টেলিগ্রাম পোস্টে শহরের মেয়র ইভান প্রিখোদকো বলেছেন, সার্গসিয়ানের সবচেয়ে উল্লেখযোগ্য অর্জন ছিল একটি পৃথক বিশেষ বাহিনী ব্যাটালিয়ন তৈরি ও নেতৃত্ব দেওয়া। সূত্র: বিবিসি, দ্য গার্ডিয়ান
বিডি প্রতিদিন/
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি