সিলেট ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২৫
সুনামগঞ্জ কর আইনজীবী সমিতির সংবর্ধনা
প্রত্যেক নাগরিকের উচিত কর প্রদানকে
– অতিরিক্ত সহকারি কর কমিশনার
সংবাদ বিজ্ঞপ্তি
কর অঞ্চল সুনামগঞ্জ (সার্কেল-১৮) এর অতিরিক্ত সহকারি কর কমিশনার মো. আব্দুল বাছিত বলেছেন, প্রত্যেক নাগরিকের উচিত কর প্রদানকে একটি সামাজিক দায়িত্ব হিসেবে বিবেচনা করা। কর প্রদানের মাধ্যমে একজন ব্যক্তি কেবল নিজের দায়িত্বই পালন করেন না, বরং জাতীয় অগ্রগতিতেও সরাসরি অবদান রাখেন। কর প্রদানের সঠিক ব্যবস্থাপনা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে আমাদের সকলের সচেতন হতে হবে।
তিনি মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সুনামগঞ্জ জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে সমিতির হাছন নগরস্থ কার্যালয়ে সমিতির সদস্য মোহাম্মদ মিজানুর রহমান মিঠু বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স এসোসিয়েশনের ডেপুটি জেনারেল সেক্রেটারী মনোনীত হওয়ায় তার সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি সংবর্ধিত মিজানুর রহমান মিঠুর পেশাগত দক্ষতা দেশের উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানান এবং তার উত্তরোত্তর সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
সুনামগঞ্জ কর আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সজল কুমার রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন চন্দ্র দাসের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা কর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট রত্না সাহা, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মাহবুবুল হাসান শাহীন, সাবেক সহ সাধারণ সম্পাদক এডভোকেট এনাম আহমদ, আয়কর আইনজীবী রজত কান্তি দাস।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে কৃতজ্ঞতা জানিয়ে বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স এসোসিয়েশনের ডেপুটি জেনারেল সেক্রেটারী মোহাম্মদ মিজানুর রহমান মিঠু বলেন, এই সম্মাননা শুধুমাত্র আমার একার অর্জন নয়, এটি সবার সহযোগিতা ও সমর্থনের ফলাফল। তিনি বলেন, কর প্রদানের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব এবং এ ক্ষেত্রে আমাদের সকলেরই দায়িত্ব রয়েছে। করদাতাদের প্রতি আমার বিনম্র অনুরোধ থাকবে, আপনারা নির্দ্বিধায় কর প্রদান করুন এবং দেশের উন্নয়নে অংশ নিন। অনুষ্ঠানে সংবর্ধিত ডেপুটি সেক্রেটারি জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান মিঠুকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি সহ সমিতির নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি