সুনামগঞ্জে ছাত্র শিবিরের বর্ণাঢ্য শোভাযাত্রা

প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৫

সুনামগঞ্জে ছাত্র শিবিরের বর্ণাঢ্য শোভাযাত্রা

সুনামগঞ্জে ছাত্র শিবিরের বর্ণাঢ্য শোভাযাত্রা

অনলাইন ডেস্ক

 

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

ইসলামী ছাত্র শিবির সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১ টায় শহরের হাছনগর ইসলামী সেন্টার থেকে বর্ণিল শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় ছাত্র শিবিরের কলেজ, স্কুলসহ বিভিন্ন পর্যায়ে সহ্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

পরে শহরের ট্রাফিক পয়েন্টে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ।

সংগঠনের এই আরডি সম্পাদক হাফেজ আবু সুফিয়ান ত্বোহা’, সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন জেলা ছাত্র শিবির সভাপতি মেহেদী হাসান তুহিন, সাধারণ সম্পাদক ফারহান শাহরিয়ার ফাহিম সাবেক অফিস সম্পাদক অফিস সম্পাদক আব্দুস সত্তার মামুন ও আব্দুল্লাহ আল মামুন।

বক্তরা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে মামলা, হামলা,গুম খুনের মাধ্যমে ছাত্র শিবিরকে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছিল।কিন্তু ৪৮ বছরের ত্যাগ তিতিক্ষার ফলে এই পর্যায়ে ছাত্র শিবিরের ভীত আরও মজবুদ হয়েছে। কোনো ষড়যন্ত্র ছাত্রশিবিরের অগ্রযাত্রা রুখা যাবে না বলে জানান নেতৃবৃন্দ।