সিলেট ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৫
অামেরিকান স্বপ্নের পিছনে ছুটে ভারতীয় পরিবারের দুর্দশা
অনলাইন ডেস্ক
পাঞ্জাবের লভপ্রীত কৌর এবং তার ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে ফিরিয়ে আনা হয়েছে। দালালের প্রলোভনে পড়ে পরিবারের সম্পত্তি বিক্রি করে তারা আমেরিকা যাওয়ার স্বপ্ন দেখেছিল। কিন্তু এক মাসের মধ্যেই তাদের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করতে গিয়ে তাদেরকে আটক করা হয় এবং ফিরিয়ে দেওয়া হয়।
লভপ্রীত জানান, দালালেরা তাকে আশ্বাস দিয়েছিল যে তাকে সরাসরি যুক্তরাষ্ট্রে পৌঁছে দেওয়া হবে। কিন্তু পরিস্থিতি একেবারে অন্যরকম হয়ে দাঁড়ায়। তাকে কলম্বিয়া, সান সালভাদর এবং গুয়াতেমালা হয়ে মেক্সিকো নিয়ে যাওয়া হয়। মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করতে গিয়ে তাকে আটক করা হয়।
যুক্তরাষ্ট্রে পাঁচ দিন আটকে থাকার পর তাকে ফিরিয়ে দেওয়া হয়। লভপ্রীত বলেন, “আমি আমার ছেলের ভবিষ্যৎ ভালো করতে চেয়েছিলাম, কিন্তু এখন আমার সব কিছু নষ্ট হয়ে গেছে।”
লভপ্রীতের পরিবার এখন বিপর্যস্ত অবস্থায়। তারা পরিবারের সম্পত্তি বিক্রি করে দালালকে টাকা দিয়েছিল। এখন তারা ঋণের বোঝা নিয়ে বেঁচে থাকতে বাধ্য।
এই ঘটনাটি প্রবাসীদের জীবনে কতটা ঝুঁকি লুকিয়ে থাকতে পারে, তা স্পষ্ট করে দিয়েছে। অনেক মানুষ স্বপ্নের দেশে যাওয়ার জন্য দালালদের ফাঁদে পড়ে যায় এবং তাদের জীবন নষ্ট করে দেয়।
সোর্স: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি