ইংল্যান্ডকে উড়িয়ে দিল ভারত, সিরিজে এগিয়ে রোহিতরা

প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৫

ইংল্যান্ডকে উড়িয়ে দিল ভারত, সিরিজে এগিয়ে রোহিতরা

ইংল্যান্ডকে উড়িয়ে দিল ভারত, সিরিজে এগিয়ে রোহিতরা
অনলাইন ডেস্ক

 

টি-টোয়েন্টি সিরিজে দাপট দেখানোর পর ওয়ানডেতেও ইংল্যান্ডকে কোনো সুযোগই দিল না ভারত। নাগপুরে প্রথম ওয়ানডেতে ৪ উইকেট ও ৬৮ বল হাতে রেখে স্বাগতিকরা সহজ জয় তুলে নিয়েছে। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে রোহিত শর্মার দল।

ইংল্যান্ডের দেওয়া ২৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত শুরুতেই ১৯ রানের মধ্যে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে। ওপেনার জশস্বী জয়সওয়াল (১৫) ও রোহিত শর্মা (২) দ্রুত ফিরে যান। তবে এরপরই শ্রেয়াস আয়ার ও অক্ষর প্যাটেল ভারতকে ম্যাচে ফিরিয়ে আনেন।

দুজনই দ্রুতগতিতে ফিফটি হাঁকান—আয়ার ৩৬ বলে ৫৯ আর অক্ষর ৪৭ বলে ৫২ রান করেন। পরে আদিল রশিদ টানা দুই ওভারে অক্ষর ও লোকেশ রাহুলকে (২) আউট করলেও ভারতের জয়ের পথে বাধা সৃষ্টি করতে পারেননি।

সেঞ্চুরির দিকে এগোতে থাকা শুভমান গিল (৯৬ বলে ১৪ বাউন্ডারিতে ৮৭ রান)-কে সাকিব মাহমুদ আউট করলেও ভারতের জয় তখন সময়ের ব্যাপার মাত্র।

শেষ পর্যন্ত হার্দিক পান্ডিয়া (৯) ও রবীন্দ্র জাদেজা (১২) সহজেই জয় নিশ্চিত করেন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ইংল্যান্ড দুর্দান্ত শুরু করেছিল। ফিল সল্ট ও বেন ডাকেট মাত্র ৫৩ বলে ৭৫ রানের উদ্বোধনী জুটি গড়েন। সল্ট ২৬ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৪৩ রান করেন।

দশম ওভারে ভারতীয় পেসার হর্ষিত রানা এক ওভারেই দুই উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। ২৯ বলে ৩২ রান করে ডাকেট ও রানের খাতা খোলার আগেই হ্যারি ব্রুক ফিরে যান।

জো রুট (৩১ বলে ১৯) রান পেলেও বড় ইনিংস খেলতে পারেননি। এরপর ফিফটি হাঁকান জস বাটলার (৫২) ও জ্যাকব বেথেল (৫১)। কিন্তু কেউই দলকে বড় সংগ্রহ এনে দিতে পারেননি।

শেষদিকে জোফরা আর্চারের ১৮ বলে অপরাজিত ২১ রানে ইংল্যান্ড ২৪৮ রানে অলআউট হয়।

ভারতের হয়ে রবীন্দ্র জাদেজা ও হর্ষিত রানা ৩টি করে উইকেট শিকার করেন।

সিরিজে এগিয়ে ভারত
এই জয়ে ভারত তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড ঘুরে দাঁড়াতে না পারলে ভারত আগেভাগেই সিরিজ নিজেদের করে নিতে পারে।

বিডি প্রতিদিন