সর্দার ‘স্প্রিং জালাল’সহ চার ডাকাত গ্রে ফ তা র

প্রকাশিত: ১০:৪১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৫

সর্দার ‘স্প্রিং জালাল’সহ চার ডাকাত গ্রে ফ তা র

সর্দার ‘স্প্রিং জালাল’সহ চার ডাকাত গ্রে ফ তা র

নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে চার ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ এর সিপিসি-৩ শায়েস্তগঞ্জ ক্যাম্পের সদস্যরা। গ্রেফতারকৃতদের মধ্যে ডাকাত সর্দার ‘স্প্রিং জালাল’ও রয়েছে।

বৃহস্পতিবার সকাল ৭টায় মাধবপুর উপজেলার সুন্দরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলো- মাধবপুরের সুন্দরপুর গ্রামের ডুবাই মিয়ার ছেলে ডাকাত সর্দার জালাল মিয়া ওরফে স্প্রিং জালাল (৩০), একই গ্রামের মৃত আছদ্দুর মিয়ার ছেলে জয়নাল (৩০), বহরনগর গ্রামের জমির আলীর ছেলে ফয়সল মিয়া (৩২) ও মানিকপুর গ্রামের শাহ আলম মিয়ার ছেলে রুবেল আহমেদ রনি (২৬)।

অভিযানকালে তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ডাকাত সদস্যদের বিরুদ্ধে হবিগঞ্জ জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা চলমান রয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি মো. মশিহুর রহমান সোহেল।