সিলেট ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৫
শাবিপ্রবিতে ১০তলা বিশিষ্ট প্রশাসনিক ভবনের চুক্তি সই
শাবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ১০তলা বিশিষ্ট প্রশাসনিক ভবনের চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় ঠিকাদারী প্রতিষ্ঠান ‘দেশ উন্নয়ন লিমিটেড’র সাথে এ চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রধান প্রকৌশলী মো. জয়নাল ইসলাম চৌধুরী। অপর দিকে ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক জামিল উদ্দিন শুভ।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী, উপ- উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির, প্রধান প্রকৌশলী মো. জয়নাল ইসলাম চৌধুরী, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) আহমদ মাহবুব ফেরদৌস, উপ-রেজিস্ট্রার আ ফ ম মিফতাউল হকসহ সংশি¬ষ্ট কর্মকর্তা ও ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
চুক্তিপত্র স্বাক্ষরকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কাজের গুণগতমান ঠিক রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে ভবনটির নির্মাণ কাজ সম্পন্ন করার আহবান জানান।
১০তলা বিশিষ্ট প্রশাসনিক ভবনের নির্মাণ ব্যয় চুক্তিমূল্য ৫৩ কোটি ৬৫ লাখ টাকা। আগামী ২১ মাসের মধ্যে এ ভবন নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য চুক্তিতে উল্লেখ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি