সিলেট ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২৫
পারমাণবিক অস্ত্র সম্পর্কে যা জানালেন ইরানের প্রেসিডেন্ট
অনলাইন ডেস্ক
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, ইরান পারমাণবিক অস্ত্র এবং যুদ্ধের পিছনে ছুটছে না। এর বিপরীত ভিত্তিহীন অভিযোগ তুলছে মূলত ইসরায়েলের। যারা সমস্ত আঞ্চলিক (মধ্যপ্রাচ্য) দেশের বিরুদ্ধে আগ্রাসন চালিয়েছে।
তিনি বৃহস্পতিবার তেহরানে বিদেশী রাষ্ট্রদূত এবং দূতদের উদ্দেশ্যে বলেন, “আমরা পারমাণবিক অস্ত্রের পিছনে ছুটছি না। আমাদের প্রিয় ইসলামী বিপ্লবের নেতা (আয়াতুল্লাহ আলি খামেনি) এর বিরুদ্ধে ফতোয়া জারি করেছেন।”
পেজেশকিয়ান আরও বলেন, “যারা মনে করেন যে তারা এই দেশকে পারমাণবিক অস্ত্রের দিকে ঠেলে দিতে পারবেন তারাও তা করতে পারবেন না কারণ ইসলামী প্রজাতন্ত্র ইরানের মতবাদ কোনও অবস্থাতেই নিরীহ মানুষের গণহত্যা মেনে নেয় না।”
ইরানের পারমাণবিক মতবাদ আয়াতুল্লাহ খামেনির ফতোয়ার উপর ভিত্তি করে তৈরি, যেখানে পারমাণবিক অস্ত্র এবং অন্যান্য গণবিধ্বংসী অস্ত্র উৎপাদন, দখল এবং মজুদ নিষিদ্ধ করার বিষয়ে স্পষ্টভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
পেজেশকিয়ান বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচির শান্তিপূর্ণ প্রকৃতি যাচাই করা কঠিন নয়।
পেজেশকিয়ান বলেন, “যখনই (আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার) পরিদর্শকরা চেয়েছেন, তারা এসে পরিদর্শন করেছেন। তারা আরও একশ’বার এসে পরিদর্শন করতে পারেন। যখন আমাদের এমন কোনও উদ্দেশ্য নেই, তখন তাদের প্রতিদিন বলা উচিত নয় যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে।”
পেজেশকিয়ান বলেন, ইরানের বিরুদ্ধে এই ধরনের ভিত্তিহীন অভিযোগ ইসরায়েলের দখলদার সরকার থেকে এসেছে, যে সত্তা “এই অঞ্চলের সমস্ত জাতির সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে – তবুও মানবাধিকার সমর্থকরা দাবি করেন যে এটি কেবল নিজেকে রক্ষা করছে।”
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি