বাগেরহাটে উপজেলা চেয়ারম্যানের বাড়িতে বিক্ষুব্ধ ছাত্রজনতার ভাঙচুর-আগুন

প্রকাশিত: ১০:০৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২৫

বাগেরহাটে উপজেলা চেয়ারম্যানের বাড়িতে বিক্ষুব্ধ ছাত্রজনতার ভাঙচুর-আগুন

বাগেরহাটে উপজেলা চেয়ারম্যানের বাড়িতে বিক্ষুব্ধ ছাত্রজনতার ভাঙচুর-আগুন

অনলাইন ডেস্ক

 

বাগেরহাটে রামপাল উপজেলা সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোয়াজ্জেম হোসেনের শ্রফলতলার গ্রামের বাড়িতে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

রামপাল আওয়ামী লীগ অফিসে আগুন এবং সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও পলাতক সাবেক এমপি শেখ হেলাল উদ্দিনের স্ত্রী রূপা চৌধুরীর নামে প্রতিষ্ঠিত বাগেরহাট পৌর পার্কের ভিত্তিপ্রস্তর ও নামফলক ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

বৃহস্পতিবার বিকালে কয়েক শ’ ছাত্র-জনতা মিছিল করে শহরের নাগেরবাজারে দড়াটানা নদীর তীরে পৌর পার্কের ভিত্তিপ্রস্তর, নামফলক ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে শেখ মুজিবের ম্যুরাল ভেঙে গুঁড়িয়ে দেয়। একই দিন মোংলায় পৌর শিশুপার্ক মোংলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা পরিষদের সামনে নির্মিত শেখ মুজিবের ম্যুরাল ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

এসময়ে বিক্ষুব্ধ ছাত্র-জনতারা বলেন, শেখ মুজিবের ম্যুরাল ও শেখ পরিবারের সদস্যদের নামে ভিত্তিপ্রস্তর, নামফলকগুলো ফ্যাসিবাদের প্রতীক। দেশকে সম্পূর্ণ ফ্যাসিবাদ মুক্ত করতে এগুলো ভেঙে ফেলা হচ্ছে।

বিডি প্রতিদিন