সিলেট ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২৫
আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন নাসিমের ফেনীর বাড়িতে বিক্ষুব্ধ ছাত্র-জনতার ভাঙচুর
অনলাইন ডেস্ক
ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের ফেনীর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে শত শত শিক্ষার্থী এবং স্থানীয় লোকজন ফেনীর বিমানবন্দর সড়কে অবস্থিত নাসিমের বাড়িতে গিয়ে সীমানা প্রাচীর ও দেয়াল ভাঙচুর করেন। পরে অগ্নিসংযোগ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বিক্ষুব্ধ ছাত্র ও স্থানীয় লোকজন নাসিমের বাড়ির আশপাশে জড়ো হতে থাকেন। পরে সেখানে মানুষের ঢল নামে। একপর্যায়ে গেট ভেঙে বাড়িতে ঢুকে পড়েন তারা। তাদের অনেককে দরজা-জানালা খুলে ফেলতে দেখা যায়। এ সময় জানালার কাচ ভেঙে ফেলা হয়। অনেককে ভবনের ইট খুলে নিতেও দেখা যায়। পরে বিক্ষুব্ধ ছাত্ররা সেখানে আগুন দেন।
এর আগে গত ৫ আগস্ট পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর বাড়িটিতে ছাত্র-জনতা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছিল। ওই সময় বাড়ির সব আসবাবপত্র ও দরজা-জানালা ভাঙচুর করা হয়। তখন থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল।
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি