সিলেট ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২৫
গুপ্তচরবৃত্তির অভিযোগে রুশ কূটনীতিককে বহিষ্কার করলো যুক্তরাজ্য
অনলাইন ডেস্ক
গুপ্তচরবৃত্তির অভিযোগে রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে যুক্তরাজ্য। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, গতকাল বৃহস্পতিবার তাকে বহিষ্কার করা হয়। গত বছর মস্কো একজন ব্রিটিশ কর্মকর্তাকে বহিষ্কারের পর চলা কূটনৈতিক দ্বন্দ্বের সর্বশেষ ঘটনা এটি।
সরকার জানিয়েছে, এই পদক্ষেপটি ‘রাশিয়ার অপ্রীতিকর ও ভিত্তিহীন সিদ্ধান্তের প্রতিক্রিয়া হিসেবে নেওয়া হয়েছে, যেখানে নভেম্বরে একজন ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার করা হয়েছিল’।
তারা আরও বলেছে, ‘যুক্তরাজ্য আমাদের কর্মীদের বিরুদ্ধে এই ধরনের হুমকি সহ্য করবে না, তাই আমরা পাল্টা পদক্ষেপ নিচ্ছি।’
পররাষ্ট্র দফতর আরো জানিয়েছে, ‘যদি রাশিয়া কোনো অতিরিক্ত পদক্ষেপ নেয়, তাহলে তা উত্তেজনা সৃষ্টি করবে এবং সে ক্ষেত্রে সঠিকভাবে প্রতিক্রিয়া জানানো হবে।’
ক্রেমলিন এখনো প্রকাশ্যে এই বহিষ্কার সম্পর্কে মন্তব্য করেনি। তবে রাশিয়া আগেই বলেছিল, যদি যুক্তরাজ্য তাদের বহিষ্কারের প্রতিক্রিয়া জানায়, তারা আরো পদক্ষেপ নেবে।
নভেম্বরে মস্কো এক ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার করে। ওই কূটনীতিকের বিরুদ্ধে তারা গুপ্তচরবৃত্তির অভিযোগ তোলে এবং তাকে দেশ ত্যাগ করতে নির্দেশ দেয়। রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থাগুলো জানিয়েছিল, রাশিয়ার নিরাপত্তা সংস্থা এফএসবি ওই কূটনীতিকের বিরুদ্ধে তার নথিতে ভুয়া তথ্য সরবরাহ ও গুপ্তচরবৃত্তির অভিযোগ এনেছে।
আন্দ্রে কেলিন ২০১৯ সাল থেকে যুক্তরাজ্যে মস্কোর রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। তাকে এদিন ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরে ডেকে এই সিদ্ধান্তের বিষয়ে জানানো হয়েছে।
তার ছবি রুশ টিভি বুলেটিনে প্রকাশিত হয়। সে সময় যুক্তরাজ্যের পররাষ্ট্র দফতর রাশিয়ার অভিযোগগুলো মিথ্যা বলে অস্বীকার করে এবং পাল্টা প্রতিক্রিয়া জানানো হবে বলে ঘোষণা দেয়। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাজ্য ও রাশিয়ার কূটনৈতিক সম্পর্ক আরো খারাপ হয়েছে। গত বছরের সেপ্টেম্বর মাসে রাশিয়া ঘোষণা করেছিল, মস্কোতে ছয় ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে এবং তাদের দেশ ত্যাগ করার জন্য বলা হয়েছে। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি