তোরেসের হ্যাটট্রিকে বার্সেলোনার গোল উৎসব

প্রকাশিত: ১০:৩৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২৫

তোরেসের হ্যাটট্রিকে বার্সেলোনার গোল উৎসব

তোরেসের হ্যাটট্রিকে বার্সেলোনার গোল উৎসব
অনলাইন ডেস্ক

 

আবারও ভালেন্সিয়াকে গোলবন্যায় ভাসাল বার্সেলোনা। বিশাল জয়ে কোপা দেল রের সেমি-ফাইনালে উঠলো হান্সি ফ্লিকের দল।

ভালেন্সিয়ার মেস্তায়া স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে কোয়ার্টার-ফাইনালে ৫-০ গোলে জিতেছে বার্সেলোনা। ম্যাচের প্রথম আধা ঘন্টায় হ্যাটট্রিক উপহার দেন ফেররান তোরেস। এছাড়া একবার করে জালের দেখা পান ফের্মিন লোপেস ও লামিনে ইয়ামাল।

বার্সার কোচ হানসি ফ্লিক রবার্ট লেভান্ডভস্কিকে বিশ্রাম দিলে সুযোগ কাজে লাগান তোরেস। ম্যাচের তৃতীয় মিনিটেই আলেহান্দ্রো বালদের চমৎকার পাস থেকে গোল করেন তিনি। ১৭ মিনিটে ইয়ামালের শট পোস্টে লেগে ফেরত আসলে রিবাউন্ড থেকে দ্বিতীয় গোলটি করেন তোরেস। কিছুক্ষণ পর পেদ্রির নিখুঁত পাস ধরে গোলরক্ষককে কাটিয়ে স্কোরলাইন ৩-০ করেন লোপেজ।

মাত্র ৩০ মিনিটের মাথায় রাফিনহার পাস থেকে নিচু শটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তোরেস। ততক্ষণে মেস্তায়ার দর্শকরা মাঠ ছেড়ে বেরিয়ে যেতে শুরু করে দেন। তাদের মত পাল্টানোর মতো কোনো পারফর্ম্যান্স আর দিতে পারেনি ভ্যালেন্সিয়া।

একটা সুযোগ এসেছিল। তবে সেটা ম্যাচে ফেরানোর বদলে ভালেন্সিয়ার হতাশাই বাড়িয়েছে। দলটির উমর সাদিকের গোল অফসাইডের কারণে বাতিল হয়। তিনি পরে পেনাল্টি জিতলেও সেটিও অফসাইডের জন্য বাতিল হয়। ইয়ামাল একটা শট পোস্টে প্রতিহত হলেও শেষমেশ এক ডিফ্লেক্টেড শটে গোল পান তিনি।

এর আগে, গত ২৬ জানুয়ারি লা লিগায় অলিম্পিক স্টেডিয়ামে ভালেন্সিয়াকে ৭-১ গোলে গুঁড়িয়ে দিয়েছিল বার্সেলোনা।

বিডি প্রতিদিন/