সিলেট ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২৫
পীরমহল্লায় সাবেক কাউন্সিলর আফতাবের বাসায় আ গু ন
নিউজ ডেস্ক
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর আফতাব হোসেন খানের বাড়িতে ভাঙচুর ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্য প্রায় ঘন্টা খানেক চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বাড়ির কয়েকটি কক্ষ ও আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে কিছু যুবক মোটরসাইকেল যোগে এসে আফতার হোসেন খানের বাড়িতে ঢুকে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। কিছুক্ষণ পরে প্রতিবেশীরা আগুণের ধোয়া দেখে বাড়িতে যান। এসময় বাড়িটির টিনশেডের একটি ঘরের কয়েকটি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয় আগুন নেভানোর চেষ্ঠা করেন।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস সিলেট স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছায়। তারা প্রায় ঘন্টাখানেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. ফারুক হোসেন সিকদার বলেন, বাসার টিনশেড ঘরের কয়েকটি কক্ষ ও আসবাবপত্র আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের কারণ কেউ বলতে পারছে না। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।
এর আগে গত ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বিক্ষোব্দ ছাত্র-জনতা কয়েক দফায় আফতাব হোসেন খানের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। ৫ আগস্টের পর থেকে পলাতক রয়েছেন সিলেট স্বেচ্ছাসেবক লীগের এই প্রভাবশালী নেতা। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি