সিলেট ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২৫
পশ্চিমবঙ্গে ছুটি না দেওয়ায় ৪ সহকর্মীকে ছুরিকাঘাত সরকারি কর্মচারীর!
অনলাইন ডেস্ক
অফিস থেকে ছুটি না পেয়ে অন্তত চার সহকর্মীকে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে ভারতের পশ্চিমবঙ্গের সরকারি এক কর্মচারীর বিরুদ্ধে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
আহত চারজন হলেন জয়দেব চক্রবর্তী, সান্তনু সাহা, সার্থ ও শেখ সাতাবুল। ঘটনার পরপরই তাদেরকে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুসারে, অমিত কুমার সরকার নামে ওই ব্যক্তি হামলার পর ‘রক্তমাখা’ ছুরি নিয়ে ঘুরে বেড়ান, যা ক্যামেরায় ধরা পড়েছে। পুলিশ জানায়, অমিত সরকার ছুটি না পেয়ে ক্ষুব্ধ ও উত্তেজিত হয়ে পড়েন। তবে কেন তাকে ছুটি দেওয়া হয়নি, তা এখনো জানা যায়নি। তাকে গ্রেফতার করা হয়েছে ও তদন্ত চলছে।
জানা যায়, অমিত সরকার কলকাতার নিউটাউন এলাকার কারিগরি ভবনের কারিগরি শিক্ষা বিভাগে কাজ করতেন। তার মানসিক সমস্যা থাকতে পারে বলেও ধারণা করছে পুলিশ।
এ ঘটনার একটি ভিডিওতে দেখা গেছে, ওই ব্যক্তি দিন-দুপুরেই ছুরি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তার পিঠে একটি ব্যাগ এবং অন্যটি হাতে। কয়েকজন পথচারীকে তাদের মোবাইল ফোনে অমিতের ছবি তুলতেও দেখা যায়। এসময় তাদের সাবধান করে তার কাছে না আসতে সতর্ক করছিলেন অমিত সরকার।
সিনিয়র এক পুলিশ অফিসার জানিয়েছেন, উত্তর ২৪ পরগনা জেলার বাসিন্দা অমিত সরকার, কারিগরি শিক্ষা বিভাগে কাজ করেন। বৃহস্পতিবার সকালে, ছুটি নেওয়া নিয়ে সহকর্মীদের সঙ্গে বাকবিতণ্ডা হয় তার। পরে তিনি সহকর্মীদের একটি ছুরি দিয়ে আক্রমণ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।
সূত্র : জিনিউজ।
বিডি-প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি