র‌্যাবের জালে সালমান

প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৫

র‌্যাবের জালে সালমান

র‌্যাবের জালে সালমান

নিউজ ডেস্ক

 

হবিগঞ্জে ডাকাতি ও হত্যা মামলায় এক জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ সদস্যরা। ডাকাতি করে ফেরার পথে এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে খুন করে ডাকাতদল। এ মামলায় দীর্ঘদিন সে পলাতক ছিল।

 

গ্রেফতারকৃত সালমান উদ্দিন (২৭) হবিগঞ্জের চুনারুঘাট থানার উলুকান্দি গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

 

র‌্যাব জানায়, গত ৩ জানুয়ারি রাতে ভিকটিম মহসিন মিয়া শায়েস্তাগঞ্জ থানাধীন বড়চর তালুগড়াই এলাকায় ঢাকা—
সিলেট মহাসড়কের পাশে ফার্দিন—মার্দিন হোটেলে চা পান করার উদ্দেশ্যে যান। চা পান শেষে ডাকাতির ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হলে হঠাৎ রাস্তার পাশে থাকা ৮ থেকে ১০ জন ডাকাত লোহার রড ও রামদা দিয়ে ভিকটিমকে মারাত্মকভাবে আঘাত করে।

 

 

একপর্যায়ে জীবন বাঁচানোর জন্য ভিকটিম আহত অবস্থায় দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে মাটিতে পড়ে যায়। পরবতীর্তে স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর ভিকটিমকে মৃত ঘোষণা করেন।

 

এ ঘটনায় শায়েস্তাগঞ্জ থানার এসআই মোঃ তাজুল ইসলাম বাদী হয়ে একটি খুনসহ ডাকাতি মামলা দায়ের করেন।

 

গতকাল শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার শিমলু তলী এলাকায় অভিযান চালিয়ে সালমান উদ্দিনকে গ্রেফতার করে।