সিলেট ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৫
ক্যামেরার সামনেই বনকর্মীর ওপর বাঘের আক্রমণ
অনলাইন ডেস্ক
ভারতের পশ্চিমবঙ্গের সুন্দরবনের টাইগার রিজার্ভ এলাকায় এক বনকর্মী বাঘের হামলার শিকার হয়েছেন। সোমবার এই ঘটনার সময় বনকর্মীদের ক্যামেরা চালু ছিল।
ওই ক্যামেরায় দেখা যায়, বনকর্মীরা বাঘ ধরার জন্য তার পেছনে ছুটতে ছুটতে আজমালমারি এলাকায় চলে যায়। এ সময় একটি বাঘ সেখানে আসে।
এসময় বনকর্মীরা সংখ্যায় ৮ থেকে ১০ জন ছিলেন। হঠাৎ করে বাঘটি তাদের দিকে আসার পরই চিৎকার শোনা যায়। ওই সময়ে বাঘটি বনকর্মীদের একজনের ওপর হামলে পড়ে।
এ সময় অন্যারা বাঘটিকে পিটিয়ে তাদের সহকর্মীকে ছিনিয়ে আনার চেষ্টা করেন। এক পর্যায়ে বাঘটি বনকর্মীকে ছেড়ে বনের গহীনে পালিয়ে যায়।
বাঘের হামলায় আহত বনকর্মীকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ডিভিশনার ফরেস্ট অফিসার (ডিএফও) নিশা গোশ্বামী বলেন, স্থানীয় হাসপাতালে নেয়ার পর সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে কলকাতা হাসপাতালে পাঠিয়ে দেন।
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি