তাহলে কি মালয়ালম সিনেমা বন্ধ হয়ে যাচ্ছে?

প্রকাশিত: ১০:১৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৫

তাহলে কি মালয়ালম সিনেমা বন্ধ হয়ে যাচ্ছে?

তাহলে কি মালয়ালম সিনেমা বন্ধ হয়ে যাচ্ছে?
অনলাইন ডেস্ক

 

দক্ষিণ ভারতের মালয়ালম চলচ্চিত্র শিল্প ২০২৪ সালে বেশ কিছু সফল সিনেমা উপহার দিলেও এবার গুরুতর আর্থিক সংকটের মুখে পড়েছে। বাজেটের তুলনায় সিনেমাগুলো ভালো ব্যবসা করলেও ইন্ডাস্ট্রির ভেতরের পরিস্থিতি ভিন্ন। প্রবল আর্থিক ক্ষতির কারণে প্রযোজকরা ঘোষণা দিয়েছেন, ১ জুন থেকে সব সিনেমার শুটিং ও প্রদর্শনী বন্ধ রাখা হতে পারে।

গত বৃহস্পতিবার মালয়ালম চলচ্চিত্র প্রযোজক সমিতি, পরিবেশক, প্রদর্শক এবং কেরালা ফিল্ম এমপ্লয়িজ ফেডারেশন (FEFKA)-এর মধ্যে বৈঠক হয়। বৈঠকে প্রযোজক জি সুরেশ কুমার জানান, ২০২৪ সালে মুক্তি পাওয়া ২০০ সিনেমার মধ্যে মাত্র ২৪টি বাণিজ্যিকভাবে সফল হয়েছে। বাকিগুলো প্রযোজকদের বিশাল আর্থিক ক্ষতির মুখে ফেলেছে।

প্রযোজকদের দাবি, কী কারণে সংকট?
প্রযোজকদের দাবি, মালয়ালম ফিল্ম ইন্ডাস্ট্রির সংকটের পেছনে রয়েছে কয়েকটি প্রধান কারণ—

তারকাদের পারিশ্রমিক বেড়ে যাওয়া – সাম্প্রতিক সময়ে অভিনেতাদের পারিশ্রমিক অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে, যা প্রযোজকদের জন্য বড় চাপ সৃষ্টি করেছে।
উৎপাদন খরচ বৃদ্ধি – সিনেমার নির্মাণ ব্যয় কয়েক গুণ বেড়ে গেছে।
ওটিটি প্ল্যাটফর্মের নিরুৎসাহ – ওটিটি প্ল্যাটফর্মগুলো কেবল সুপারহিট সিনেমাগুলোর প্রতি আগ্রহ দেখাচ্ছে, নতুন বা কম বাজেটের সিনেমাগুলোর প্রতি আগ্রহ কমে গেছে।
সরকারের করনীতি – জিএসটি (GST) ও বিনোদন কর শিল্পের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি করেছে।

১ জুনের আগে ধর্মঘটের পরিকল্পনা
সংকট নিরসনে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি যথাযথ ব্যবস্থা না নেয়, তবে ১ জুন থেকে শুটিং ও সিনেমা প্রদর্শনী বন্ধ রাখার পাশাপাশি তিরুবনন্তপুরামে সচিবালয়ের সামনে প্রতীকী ধর্মঘটেরও ঘোষণা দিয়েছে প্রযোজক সমিতি।

বিডি প্রতিদিন