সিলেট ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৫
গাইতে গিয়ে পুলিশের হাতে আটক জনপ্রিয় গায়ক হার্ডি
অনলাইন ডেস্ক
লাইভ পারফরম্যান্স চলাকালীন পুলিশের হাতে আটক হলেন জনপ্রিয় পাঞ্জাবি গায়ক হার্ডি সান্ধু। শনিবার রাতে চণ্ডীগড় পুলিশ তাকে আটক করে। ওই একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। শোয়ের ঠিক আগেই হার্ডিকে পুলিশ আটক করে অনুমতি ছাড়া পারফর্ম করার অপরাধে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, চণ্ডীগড় সেক্টর ৩৪-এর এক ফ্যাশন শোয়ে লাইভ গান গাইছিলেন হার্ডি। তবে, আগে থেকে কোনও পারমিশন নেওয়া ছিল না, যার কারণে পুলিশ তাকে আটক করে। এ ছাড়া, হার্ডির অনুষ্ঠানের মাঝে কিছু অনভিপ্রেত ঘটনা ঘটেছিল, যা নিয়ে অনুষ্ঠান কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
গায়ককে নিয়ে যাওয়া হয়েছিল ৩৪ নম্বর সেক্টর থানায়। তবে আয়োজকরা প্রয়োজনীয় অনুমতিপত্র দেখালে তাকে মুক্তি দেওয়া হয়। তবে, পুলিশের হাত থেকে ছাড়া পেলেও শো না করেই শহর ছেড়ে চলে যান সান্ধু।
হার্ডি সান্ধু একজন ক্রিকেটার হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন। তবে প্রথম দিকেই হাঁটুতে চোট পেয়ে খেলা ছেড়ে দেন। ২০১৩ সালে ‘সোচ’ গানটির সাফল্যের পর তিনি নিজেকে গায়ক হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন। ২০১৪ সালে পাঞ্জাবি সিনেমা ‘ইয়ারান কা ক্যাচআপ’ সিনেমার মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন তিনি।
২০১৬ সালে ‘৮৩ সিনেমায় মদনলাল চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসা পেয়েছিলেন। সর্বশেষ তিনি ‘কোড নেম তিরাঙ্গা’ সিনেমায়, যেখানে পরিণীতি চোপড়ার বিপরীতে অভিনয় করেছিলেন।
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি