মুজিববর্ষে ঘর পেলেন শ্রীমঙ্গলের তিন বীরাঙ্গনা

প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২১

মুজিববর্ষে ঘর পেলেন শ্রীমঙ্গলের তিন বীরাঙ্গনা

নিজস্ব প্রতিবেদক ::
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে ঘর পেল তিন নারী মুক্তিযোদ্ধার পরিবার। গতকাল শনিবার (২৩ জানুয়ারি) বিকেলে উপজেলার মোহাজেরাবাদ আশ্রয়ণ প্রকল্পে এই ঘরগুলো হস্তান্তর করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঘরগুলো তিন নারী মুক্তিযোদ্ধার পরিবারের কাছে হস্তান্তর করেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

শ্রীমঙ্গল উপজেলার নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বিভাগীয় যুগ্ম-সচিব এ টি এম কামরুল ইসলাম তালুকদার, শ্রীমঙ্গল উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমেদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান প্রমুখ।

এর আগে শনিবার সকালে সারাদেশের সঙ্গে এই ঘরগুলো ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নারী মুক্তিযোদ্ধা শীলা গুহ নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। তিনি বলেন, ‘১৯৭১ সালে অনেক নির্যাতনের শিকার হয়েছি। এক জায়গা থেকে আরেক জায়গায় পালিয়ে বেড়িয়েছি। আমাদের ঘর-বাড়ি কিছুই ছিল না। দুয়ারে দুয়ারে ঘুরে বেড়িয়েছি। কষ্টে দিন কাটানোর পর পেলাম প্রধানমন্ত্রীর উপহার এই ঘর। শেষ বয়সে এসে মাথা গোঁজার ঠাই হলো।’

শুধু শীলা গুহ নন, নারী মুক্তিযোদ্ধা মনোয়ারা বেগম ও মায়া খাতুনসহ ৩০০ জন পেয়েছেন নতুন ঘর। ৩০০ জনের মধ্যে ১০০ জনের কাছে ঘর হস্তান্তর করা হয়েছে। বাকি ঘরগুলো হস্তান্তরের প্রক্রিয়া চলছে। নারী মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে তাঁদের তিনজনের ঘরের রং রাখা হয়েছে লাল-সবুজ।

শ্রীমঙ্গল উপজেলার নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে শ্রীমঙ্গলে ৩০০টি পরিবারকে ২ শতক জায়গার উপরে ঘর নির্মাণ করে দেওয়া হবে। আমরা ১০০টি ঘর আজ হস্তান্তর করেছি। বাকিগুলোর কাজ চলছে। দ্রুতই ঘরগুলোর কাজ শেষ হবে।’

এ সংক্রান্ত আরও সংবাদ

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
      1
16171819202122
23242526272829
30      
1234567
15161718192021
293031    
       
22232425262728
2930     
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ