সিলেট ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৫
অনুশীলনে সাকা ফেরায় আর্সেনালে শিবিরে স্বস্তি
অনলাইন ডেস্ক
গত ডিসেম্বরে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান বুকায়ো সাকা। সেই থেকে মাঠের বাইরে আছেন তিনি। তবে আর্সেনালের জন্য স্বস্তির খবর হয়ে এসেছে সাকার অনুশীলনে ফেরা। অবশ্য এখনই তার ম্যাচে নামার সম্ভাবনা নেই। দলের সঙ্গে হালকা অনুশীলন করেছেন ইংলিশ ফরোয়ার্ড।
তখন অস্ত্রোপচারও করানো হয় সাকার এবং ওই সময়ে আর্সেনাল কোচ মিকেল আর্তেতা ২৩ বছর বয়সী উইঙ্গারের সেরে ওঠার সম্ভাব্য কোনো সময়ের কথা বলতে পারেননি। তবে বর্তমানে দুবাইয়ে চলা দলের ক্যাম্পে যোগ দিয়েছেন সাকা এবং পুরোপুরি অনুশীলনে যোগ দেওয়ার লক্ষ্যে সোমবার তাকে জিম করতে দেখা গেছে। সবকিছু ঠিকঠাক এগোলে মার্চে তাকে পাওয়ার আশায় আছে আর্সেনাল। ফলে, প্রিমিয়ার লিগের খুব গুরুত্বপূর্ণ সময়ে ও চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে হয়তো খেলতে পারবেন সাকা।
গত সপ্তাহে বড় একটা ধাক্কা খায় আর্সেনাল, হেরে যায় লিগ কাপের ফাইনালে ওঠার লড়াইয়ে। নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ওই সেমি-ফাইনালের দুই লেগেই হারের হতাশা ঝেড়ে ফেলে সামনে এগিয়ে যেতে সাকার ফেরার সম্ভাবনা দলটির জন্য দারুণ খবর। চোটে পড়ার আগে এবারের লিগে পাঁচটি গোল ও ১০টি অ্যাসিস্ট করেছিলেন সাকা।
এদিকে, ১১ দিনের বিরতি শেষে আগামী শনিবার লিগে লেষ্টার সিটির মুখোমুখি হবে আর্সেনাল। ২৪ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দুইয়ে আছে তারা, এক ম্যাচ কম খেলা লিভারপুলের চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে আর্সেনাল।
বিডি-প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি