অপারেশন ডেভিল হান্ট : তিনদিনে সিলেটে গ্রেফতার যত

প্রকাশিত: ১০:৩১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

অপারেশন ডেভিল হান্ট : তিনদিনে সিলেটে গ্রেফতার যত

অপারেশন ডেভিল হান্ট : তিনদিনে সিলেটে গ্রেফতার যত

নিজস্ব প্রতিবেদক

 

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে সারা দেশে একযোগে পরিচালিত হচ্ছে ‘অপারেশন ডেভিল হান্ট’। এর অংশ হিসেবে সিলেটে রবিবার রাত থেকে শুরু হয় যৌথবাহিনীর এই অপারেশন। সিলেটে অপারেশন ডেভিল হান্টের তৃতীয় দিন শেষে সিলেটে এখন পর্যন্ত ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার সবাই আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকমী।

 

সিলেটের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

 

সিলেটে অপারেশন ডেভিল হান্ট শুরুর প্রথম দিনে সোমবার আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৫ জন, দ্বিতীয় দিনে ৯ জন, তৃতীয় দিন বুধবার আরও ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ ও র‌্যাব।

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার, অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম, গ্রেফতার সবাই বিভিন্ন মামলার এজহারভুক্ত আসামি। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।