বালাগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান মতিনসহ গ্রেফতার ২

প্রকাশিত: ১১:০৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

বালাগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান মতিনসহ গ্রেফতার ২

বালাগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান মতিনসহ গ্রেফতার ২

 

বালাগঞ্জ প্রতিনিধি

 

সিলেটে ডেভিল হান্টের অভিযানে জুলাই-আগস্ট হত্যা মামলায় বালাগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমএ মতিন ও ছাত্রলীগের সাবেক নেতা বিভাস চক্রবর্তী রনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৯টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার এম এ মতিন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তাকে স্থানীয় চানপুর গ্রাম থেকে ও বিভাস চক্রবর্তী রনি বালাগঞ্জ পূর্ব বাজার থেকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন ভূইয়া বলেন, গ্রেফতার দুজন জুলাই-আগস্টে সিলেটের বিভিন্ন থানায় দায়ের করা মামলার আসামি। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে তাদের বিরুদ্ধে প্রকাশ্যে হামলার অভিযোগ রয়েছে।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমএ মতিন ২০২২ সালে বালাগঞ্জের কাশিপুর ব্রিজের পাশে আলেম-উলামাদের একটি মিছিলে প্রকাশ্যে নির্বিচারে হামলার নেতৃত্ব দিয়েছিলেন। হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে ফলে সর্বত্র নিন্দার ঝড় উঠে। তার বিরুদ্ধে সরকারি জমি দখল, বিরোধী দমনে হামলা-মমালা এমনকি জুলাই-বিপ্লবে মতিন ও বিভাস বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে প্রকাশ্যে হামলা করে দীর্ঘদিন আত্মগোপণের পর অবশেষে পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়।