সিলেট ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
চিকনাগোল আদর্শ উচ্চ বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ
জৈন্তাপুর প্রতিনিধি:: সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগোল আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ সম্পন্ন করা হয়েছে। বুধবার ( ১২ ফেব্রুয়ারী ) দিনব্যাপী এই ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই দিন সকাল ১১টায় বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন হযরত শাহজালাল রহঃ ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতি চিকনাগুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবিএম জাকারিয়া।
পরে বিকেল ৩ টায় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনজ্ঞো কুচকাওয়াজ প্রদর্শন হয়। কুচকাওয়াজ প্রদর্শন চলাকালে মঞ্চে দাড়িয়ে সালাম গ্রহন করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি
এবিএম জাকারিয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, চিকনাগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুর আহমদ।
অনুষ্ঠানে অতিথি বৃন্দ বক্তব্যে, ছাত্রদের জ্ঞান অর্জনের পাশাপাশি ক্রীড়া ও অন্যান্য সহশিক্ষামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে ভবিষ্যতে আদর্শ নাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তোলার পরামর্শ দেন।
দিনভর ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশ নেয়া শেষে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরে বিকাল ৪ টায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
চিকনাগুল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেল , চিকনাগুল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মছদ্দর আলী,ইউপি সদস্য ইঞ্জি: শরিফুল ইসলাম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য আব্দুল কাদির,সিরাজ উদ্দিন তেরা মিয়া, ইসলাম উদ্দিন,সাবেক সহকারী শিক্ষক নুরুল হক সহ বিদ্যালয়ের শিক্ষক ও সাবেক এবং বর্তমান শিক্ষার্থী বৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি