ট্রাম্পের বিপক্ষে আরও কড়া অবস্থান নিলো মিশর-জর্ডান

প্রকাশিত: ১১:৫২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

ট্রাম্পের বিপক্ষে আরও কড়া অবস্থান নিলো মিশর-জর্ডান

ট্রাম্পের বিপক্ষে আরও কড়া অবস্থান নিলো মিশর-জর্ডান
অনলাইন ডেস্ক

 

ওয়াশিংটনে জর্ডানের রাজার সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনার একদিন পর বুধবার মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এবং জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ গাজার বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছেন।

এ বিষয়ে তাদের দেশের অবস্থানের “ঐক্য”র উপর জোর দিয়েছেন তারা।

মিশরের প্রেসিডেন্ট এক বিবৃতিতে বলেছে, দুই নেতা যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার পুনর্গঠনের বিষয়ে মিশরীয় এবং জর্ডানের অবস্থানের ঐক্য নিশ্চিত করেছেন। তারা ফিলিস্তিনি জনগণকে তাদের ভূমি থেকে বিতাড়িত না করার পক্ষে মত দিয়েছেন।

জর্ডানের রাজদরবারের আরেকটি বিবৃতিতে বলা হয়েছে, দুই নেতা ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত না করে তাদের অংশীদারিত্বপূর্ণ অবস্থানের ওপর জোর দিয়েছে।

উভয় বিবৃতিতে মধ্যপ্রাচ্যে “ন্যায়সঙ্গত এবং স্থায়ী শান্তি” অর্জনের জন্য ট্রাম্পকে “সহযোগিতা” করার তাদের ইচ্ছার কথাও উল্লেখ করা হয়েছে।
গাজা থেকে ফিলিস্তিনিদের দুই দেশে স্থানান্তরের ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে তীব্র আরব প্রতিবাদের অগ্রভাগে রয়েছে মিশর এবং জর্ডান।

বিডি প্রতিদিন