প্রশিক্ষিত দক্ষ জনশক্তি হিসেবে বিদেশে যেতে হবে- ডি.সি. মৌলভীবাজার

প্রকাশিত: ৯:৩৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২৫

প্রশিক্ষিত দক্ষ জনশক্তি হিসেবে বিদেশে যেতে হবে- ডি.সি. মৌলভীবাজার

প্রশিক্ষিত দক্ষ জনশক্তি হিসেবে বিদেশে যেতে হবে- ডি.সি. মৌলভীবাজার

 

স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক :: দক্ষতা না থাকলে বিদেশে গিয়ে ভালো মজুরিতে কাজ পাওয়া যায় না। এজন্য প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে বিদেশে যেতে হবে। প্রবাসে যেতে ইচ্ছুক সকল নারী পুরুষদের ভালভাবে প্রশিক্ষণ নিয়ে দক্ষ জনশক্তিতে রুপান্তিত করতে হবে। যে যার অবস্থানে থেকে নিজেদেরকে অর্থনৈতিকভাবে সফল করার পাশাপাশি দেশ এবং নিজের পরিবারকে এগিয়ে নিতে আহবান জানান মৌলভীবাজারের জেলা প্রশাসক ।
গতকাল বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে মৌলভীবাজার জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এর আয়োজনে “প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার” দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজারের জেলা প্রশাসক ইসরাইল হোসেন এ কথা বলেন।
সেমিনারে সভাপত্বি করেন মৌলভীবাজার জনশক্তি কর্মসংস্থান সহকারী পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন। জেলা প্রশাসক আরোও বলেন,দক্ষ জনশক্তিতে পরিণত হয়ে বিদেশ যান নিজের জীবন যেমন নিরাপদ থাকবে, তেমনি পরিবারে ও অর্থনৈতিক স্বচ্ছলতা ফিরিয়ে আনা সম্ভব হবে।
সেমিনারে সাংবাদিক, শিক্ষক,বিভিন্ন সরকারি অফিসের কর্মকতাগন উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ