সিলেট ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
আমাকে ‘কিং’ ডাকবেন না: বাবর আজম
অনলাইন ডেস্ক
পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজমের নামের সঙ্গে সবচেয়ে বেশি উচ্চারিত হয় ‘কিং’ বিশেষণটি। কিন্তু সম্প্রতি এমন নামে সাংবাদিকরা ডাকলে তাতে আপত্তি করেন বাবর। নিজেদের ইতিহাসে সর্বোচ্চ ৩৫৩ রান তাড়া করা জয়ের পর বাবর অনুরোধ করেন কিং বা রাজা নামে যেন তাকে আর ডাকা না হয়।
তিনি বলেছেন, ‘দয়া করে আমাকে রাজা ডাকবেন না। আমি রাজা নই। এখনো সেই স্তরে পৌঁছাইনি। আমার কাঁধে এখন নতুন দায়িত্ব।’
২০১৫ সালের পর আবারও ওপেনার হিসেবে খেলছেন বাবর। এই দায়িত্ব তাই মনোযোগ দিতে চান তিনি। আর অতীতই নিয়ে কথা না বাড়িয়ে তিনি বলেছেন, ‘আগে যা-ই করেছি না কেন, তা এখন অতীত। প্রতিটি ম্যাচে নতুন চ্যালেঞ্জ থাকে। তাই আমাকে বর্তমান ও ভবিষ্যতে মনোযোগ দিতে হবে।’
নতুন ভূমিকাতেও অবশ্য রানে ফিরতে পারেননি বাবর। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ১০ রান করা বাবর এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেছেন ২৩ রান। একটা সময় রানের বন্যা বইয়ে দেওয়া ৩০ বছর বয়সী ব্যাটার এখন ছন্দ হারিয়ে নিজেকে খুঁজছেন। আন্তজার্তিক ক্রিকেটে সর্বশেষ সেঞ্চুরি করেছেন ২০২৩ সালে নেপালের বিপক্ষে।
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি