সিলেট ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
হয়রানিমূলক কর্মকাণ্ড বন্ধে সুনামগঞ্জের এসপিকে শিশির মনিরের চিঠি
নিজস্ব প্রতিবেদক
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্য ও অসাধু চক্রের যোগসাজশে পরিচালিত হয়রানিমূলক কর্মকাণ্ড বন্ধে সুনামগঞ্জের পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খানকে চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সুনামগঞ্জের পুলিশ সুপারকে দেওয়া চিঠিতে শিশির মনির উল্লেখ করেন, সুনামগঞ্জে বিশেষ করে দিরাই-শাল্লা এলাকায় সম্প্রতি কিছু অসাধু চক্র ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হাত ধরে সাধারণ জনগণকে হয়রানির শিকার হতে হচ্ছে। তিনি জানান, এসব আইনবহির্ভূত কর্মকাণ্ডে দুষ্টের দমন ও শিষ্টের লালন করার দায়িত্বে থাকা বাহিনীই জনগণের নিরাপত্তা বিপন্ন করছে।
আইনজীবী শিশির মনির বলেন, অসাধু মহল পারিবারিক বা ব্যবসায়িক বিরোধের মাধ্যমে নিরীহ মানুষের ওপর চড়াও হচ্ছে এবং কল্পিত অভিযোগে তাদের হয়রানি করছে। মিথ্যা মামলা দায়ের, গ্রেপ্তার ও হয়রানির ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগের বিষয়টিও উঠে এসেছে। এর ফলে নির্দোষ মানুষকে নানা ধরনের মানসিক চাপ সহ্য করতে হচ্ছে। নির্দোষ হওয়া সত্ত্বেও অনেককে বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য করা হচ্ছে।
তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড ন্যায়বিচারের পরিপন্থি। এতে অন্তবর্তীকালীন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে। এমন কর্মকাণ্ড থেকে সংশ্লিষ্ট সকলকে বিরত থাকাতে অনুরোধ জানাচ্ছি।
আইনজীবী শিশির মনির বলেন, এ ধরনের অনিয়ম কেবলমাত্র সুনামগঞ্জেই সীমাবদ্ধ নয়, বরং পাশের জেলাগুলোতেও লক্ষণীয়। সম্প্রতি
সিলেটের কোম্পানিগঞ্জ থানার ১৩ জন পুলিশ সদস্যকে মামলা-গ্রেপ্তার বাণিজ্য ও চাঁদাবাজির অভিযোগে প্রত্যাহার করা হয়েছে। এ পরিস্থিতিতে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলার উন্নয়নের স্বার্থে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
তিনি পুলিশ সুপারকে অনুরোধ জানান, বিষয়টি সুনির্দিষ্টভাবে তদন্ত করে যথাযথ পদক্ষেপ গ্রহণের মাধ্যমে জনগণের স্বস্তি ফিরিয়ে আনতে আপনার সুচিন্তিত পদক্ষেপ একান্ত কাম্য।
চিঠির অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, পুলিশের মহাপরিদর্শক, সুনামগঞ্জ জেলা প্রশাসক, শাল্লা ও দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদেরও পাঠানো হয়েছে।
পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান জানিয়েছেন, তিনি আইনজীবী শিশির মনিরের চিঠি পেয়েছেন। বিষয়টি যথাযথভাবে পর্যালোচনা করবেন বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি