সিলেট ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
শাল্লায় বিএনপির বি ক্ষো ভ মিছিল অনুষ্ঠিত
শাল্লা প্রতিনিধি
সুনামগঞ্জের শাল্লায় আওয়ামী সন্ত্রাসী ও তাদের দোসরদের গ্রেফতারের দাবীতে বিএনপি ও সহযোগী সংগঠনের পক্ষে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় বিক্ষোভ মিছিল উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলোর সামনে এসে শেষ হয়। পরবর্তীতে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভা শাল্লা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আ: রাজ্জাকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, শাল্লা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কাদির, সাবেক যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, হাজিরুল ইসলাম আজহার। উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাহবুব হোসেন শিশু। কৃষকদলের সদস্য সচিব হাবিবুর রহমান হাবুল। হবিবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডা: ওসমান গণি প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, শাল্লার কিছু মানুষ তাদের নিজ স্বার্থে আওয়ামী সন্ত্রাসীদের কাছে টানছে। তাদের পক্ষে বিভিন্ন জায়গায় সাফাই গাইছে এবং আওয়ামী সন্ত্রাসীদের পুনর্বাসন করার জন্য চেষ্টা করছে। যারা এই সমস্ত কার্যক্রমে লিপ্ত তাদের এহেন কার্যকলাপ বন্ধ না করলে শাল্লার সংগ্রামী জনতা কঠোর হস্তে তাদেরকে দমন করবে। যারা আওয়ামী সন্ত্রাসী হিসেবে অভিযুক্ত তাদেরকে দ্রুত গ্রেফতারের দাবীও জানান।
এসময় প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন- শামীম আহমদ, আব্দুল মজিদ, ব্রজেশ রঞ্জন চৌধুরী, আব্দুল কাদির, সাইফুর রহমান, রিয়াজুল হাসান রিয়াজ, রুবেল আহমদ দুলাল, শৈলেন্দ্র কুমার দাস, নুরুল আমিন, রাকিব মিয়া, আলতাব হোসেন, একরামুল হোসেন, নয়ন আহমদ, তারকে হাসান মুন্না, তোফাজ্জল হক বাপন, নাসির উদ্দীন, মাহমুদ হাসান সোহেল, শফি আহমদ শফিক সহ শাল্লা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সংগ্রামী জনতা।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি