সিলেট ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৫
ফের ব্রাইটনের কাছে হারলো চেলসি
অনলাইন ডেস্ক
সপ্তাহখানেকের ব্যবধানে ব্রাইটনের বিপক্ষে ব্যাক টু ব্যাক হারের মুখ দেখলো চেলসি। এফএ কাপের ম্যাচে হারের সেই তিক্ত স্বাদ এখনও ভোলেনি চেলসি ভক্তরা। এবার প্রিমিয়ার লিগেও সেই ঘটনার পুনরাবৃত্তি করলো চেলসি। ৩-০ গোলে দ্য ব্লুজকে হারিয়েছে পূর্ব সাসেক্সের ক্লাবটি।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি)রাতে দাপট দেখিয়েছে ব্রাইটন। বল দখল, গোলে শট আর আক্রমণের পসরা সাজিয়ে শীর্ষ ক্লাবটিকে নাস্তানাবুদ করেছে। কাওরু মিতোমার দুর্দান্ত গোল এবং ইয়ানকুবা মিন্তেহর জোড়া গোলে জয় পায় স্বাগতিকরা। টেবিলে অবশ্য তেমন পরিবর্তন আসেনি। ৪৩ পয়েন্ট নিয়ে চারে চেলসি। তিন ধাপ এগিয়ে ব্রাইটন ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষ আটে।
ঘরের মাঠে ম্যাচের ২৭ মিনিটে মিতোমা আনেন দুর্দান্ত এক গোল। এরপর প্রথমার্ধেই ব্যবধান দ্বিগুণ করেন মিন্তেহর। চেলসি সুযোগ কাজে লাগায় ৩৫ মিনিটের মাথায়। এনজো ফার্নান্দেজের হেডে বল জালে জড়ালেও পরে গোল বাতিল হয়। ব্রাইটনের ডিফেন্ডার জোয়েল ভেল্টমানকে ধাক্কা দেওয়ার কারণে গোলটি বাতিল হয়।
৩ মিনিট পরেই চেলসি আরও পিছিয়ে পড়ে। খেলার ৬৩ মিনিটে মিন্তেহর তার দ্বিতীয় গোল করেন। পোস্টের কাছ থেকে জোরালো শটে স্কোরলাইন ৩-০ করেন। নিশ্চিত করে লিগের বড় জয়। ঘরের মাঠে সবশেষ নভেম্বরে ম্যানচেস্টার সিটিকে হারিয়েছিল ব্রাইটন।
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি