সিলেট ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৫
তেল নিয়ে তেলেসমাতি বন্ধ হবে কবে?
সবধরনের প্যাকেটজাত পণ্যের ক্রমাগত মূল্যবৃদ্ধি রোধে
কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি
সংবাদ বিজ্ঞপ্তি
বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিকস’র অঙ্গ সংগঠন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে বুধবার (১২ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৬.০০ ঘটিকায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে ২০২৫ খ্রীষ্টাব্দের সাপ্তাহিক ৭ম সভা অনুষ্ঠিত হয়। সভায় কয়েকদিন পর পর খাবারের তেল নিয়ে তেলেসমাতি ও সবধরনের প্যাকেটজাত পণ্যের ক্রমাগত মূল্য বৃদ্ধির জন্য ক্ষোভ প্রকাশ করা হয়।
সভায় বক্তারা বলেন, কয়েকদিন পর পর মুদির দোকানে কোনো ধরনের খাবার তেল পাওয়া যায় না। জিজ্ঞেস করলে জানা যায়, কোম্পানীর প্যাকেটজাত তেল সরবরাহ বন্ধ হয়ে গেছে। যখন পাওয়া যায় তখন আগের মূল্যবৃদ্ধি পেয়েছে। ২০২৪ এর ৫ আগষ্টের পর বাংলাদেশ নতুনভাবে পূণরায় যাত্রা শুরু করে ও অর্ন্তবর্তীকালীন সরকার দায়িত্বভার গ্রহণ করেন। আগষ্টে অল্প কিছুদিন সবকিছুই সাধারণ জনগণের জন্য সহজ ছিল। তারপর আবার যেইসেই। প্রতিনিয়ত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি বিরাজমান। শীতকাল চলছে, এইসময় সবধরনের সবজি উৎপাদন হয় ব্যাপক। তাই কেউ চাইলেও ইচ্ছামতো মূল্য বাড়ানো সুযোগ থাকে না। সামনে পবিত্র রমজান মাস। পৃথিবীর সকল মুসলিম দেশে রমজান মাস উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সহ সবধরনের পণ্যের মূল্য কমিয়ে দেয়, কিন্তু আমরা উল্টো পথে হাঁটি। রমজান মাস আসলেই সবধরনের পণ্য অনাকাংঙ্খিত মূল্যবৃদ্ধি সাধারণ বিষয় হয়ে দাড়িয়েছে। আমরা সাধারণ জনগণ তা থেকে পরিত্রাণ চাই। বক্তারা আরো বলেন, মজুতদার মুনাফাখোরের সিন্ডিকেটের মাধ্যমে চলছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। লাগামছাড়া মূল্যবৃদ্ধির এই প্রবণতা ঠেকাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। মজুতদার, সিন্ডিকেট ভেঙে দিতে হবে। প্রতিটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের জাতীয়ভাবে মূল্য নির্ধারণ করতে হবে। জিনিসপত্রের দাম কমিয়ে সাধারণ জনগণকে স্বস্তি ফিরিয়ে দিতে হবে। রমজানকে উপলক্ষ্য করে সবধরনের আমদানিকৃত খাবার সামগ্রীর ভ্যাট, ট্যাক্স মওকুফ করে দিতে হবে। সভা থেকে খাবারের তেল নিয়ে তেলেসমাতি ও সবধরনের প্যাকেটজাত পণ্যের ক্রমাগত মূল্যবৃদ্ধি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য জোর দাবি জানান বক্তারা।
জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র সিলেট মহানগর কমিটির প্রচার সম্পাদক মোঃ ফুজায়েল আহমদের পরিচালনায় ২০২৫ খ্রীষ্টাব্দের সাপ্তাহিক ৭ম সভায় বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মোঃ মাহবুব ইকবাল মুন্না, সহ-সাধারণ সম্পাদক মোঃ রুয়েল আহমদ বক্ত তুষার, ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক মাসুম মিয়াজী, সিলেট মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম শিতাব, সহ-সাংগঠনিক সম্পাদক দিপক কুমার মোদক বিলু, নেতৃবৃন্দদের মধ্য থেকে এড. আব্দুল্লাহ আল হেলাল ও শাকিল আহমদ দিপু।
সভার শুরুতে শবেবরাত উপলক্ষ্যে সংগঠনগুলোর নেতৃবৃন্দদের পরলোকগত পিতা-মাতা ও সাংগঠনিক উপদেষ্টা, সহযোদ্ধাবৃন্দদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহের।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি