সিলেট ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৫
র্যাবের জালে ৪ জন
নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়া ও সিলেট বিভাগের হবিগঞ্জ থেকে ৪ জনকে ধরেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। এর মধ্যে একজন ডাকাত সর্দার।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল ও রাতে পৃথক অভিযানে এ ৪ জনকে ধরা হয়।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল জানান- শুক্রবার বেলা ২টার দিকে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার অলিপুর রেলক্রসিং এলাকা থেকে ডাকাত দলের সর্দার আবু তালেব ওরফে ল্যাংড়া তালেবকে গ্রেফতার করে তাদের একটি টিম। তালেব শায়েস্তাগঞ্জের উবাহাটা গ্রামের মৃত আব্দুল শহিদের ছেলে।
তিনি খুন ও ডাকাতির একাধিক মামলার আসামি।
এদিকে, একই দিন র্যাব-৯ এর পৃথক টিম বিকাল ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানাধীন সুলতানপুর এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ মো. রমজান আলী (৪০) নামে একজনকে আটক করে। রমজান ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার উত্তর খাড়পাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
এ সময় মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহৃত ১টি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করে র্যাব।
বাহিনীটির অপর একটি টিম শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন টোল প্লাজার নিকটস্থ ঢাকা-সিলেট মহাসড়কের ভোজন বিলাস রেষ্টুরেন্টের সামনে থেকে সাড়ে ১২ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করে।
আটকরা হলেন- ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার উজান কাশিয়ারচর গ্রামের ফজলুল হকের ছেলে মো. হাফিজুর রহমান (৩৬) ও ব্রাহ্মণবাড়িয়া সদর থানার কালাইছিপাড়া গ্রামের সুকুমার চৌহানের ছেলে রাজেশ চৌহান (৪০)।
পরে এ তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি