বিয়ের সর্বনিম্ন বয়স ১৮ নির্ধারণ করল কুয়েত সরকার

প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৫

বিয়ের সর্বনিম্ন বয়স ১৮ নির্ধারণ করল কুয়েত সরকার

বিয়ের সর্বনিম্ন বয়স ১৮ নির্ধারণ করল কুয়েত সরকার
অনলাইন ডেস্ক

 

বিয়ের সর্বনিম্ন বয়স ১৮ বছর নির্ধারণ করেছে কুয়েত সরকার। শিশুদের অধিকার রক্ষা এবং পারিবারিক স্থিতিশীলতা জোরদার করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির বিচারমন্ত্রী নাসের আল সুমাইত। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এর আগে, কুয়েতে মেয়েদের বিয়ের সর্বনিম্ন বয়স ছিল ১৫। অপরদিকে ছেলেদের বিয়ের সর্বনিম্ন বয়স ছিল ১৭। এবার ছেলে ও মেয়ে উভয়ের জন্যই বিয়ের সর্বনিম্ন বয়স ১৮ নির্ধারণ করেছে কুয়েত সরকার।

কুয়েতের বিচারমন্ত্রী নাসের আল সুমাইত জানান, ২০২৪ সালে দেশটিতে ১ হাজার ১৪৫টি বাল্যবিবাহ হয়েছে।

গবেষণায় দেখা গেছে, কুয়েতে প্রাপ্ত বয়স্কদের চেয়ে শিশুদের মধ্যে বিবাহবিচ্ছেদের হার সবচেয়ে বেশি। সংশ্লিষ্টরা বলছেন, বিয়ের আগে স্বামী-স্ত্রীর মানসিক ও সামাজিক পরিপক্কতা না থাকার কারণে এসব বিচ্ছেদের ঘটনা ঘটছে।

বিডি-প্রতিদিন