সিলেট ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৫
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কাউন্সিল
সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক মঞ্জু, সদস্যসচিব আতিক
অনলাইন ডেস্ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় কমিটির কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাংলামোটরের রূপায়ণ টাওয়ারের কেন্দ্রীয় কার্যালয়ে এ নির্বাচনে আহ্বায়ক হিসেবে জাকির হোসেন মঞ্জু এবং সদস্য সচিব পদে আতিক শাহরিয়া নির্বাচিত হয়েছেন।
জাকির হোসেন মঞ্জু ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ল’ ডিপার্টমেন্টের শিক্ষার্থী আর আতিক শাহরিয়া নর্থসাউথ ইউনিভার্সিটির কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের শিক্ষার্থী।
নির্বাচনে ভোট দেন সারা দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো থেকে মোট ৬৫ জন কাউন্সিলর। ভোটে আহ্বায়ক পদে ব্র্যাক ইউনিভার্সিটির ফারাবি জিসানকে হারান জাকির হোসেন মঞ্জু, তিনি পান ৪১ ভোট। আর পরাজিত প্রার্থী ফারাবি পান ১৭ ভোট।
এছাড়া সদস্য সচিব পদে আতিক শাহরিয়া ৪২ ভোট পেয়ে নির্বাচিত হন। পরাজিত প্রার্থী ব্র্যাক ইউনিভার্সিটির সাবাব হোসেন মেহের পান ১৫ ভোট।
উল্লেখ্য, জুলাইতে কোটা সংস্কার আন্দোলন বেগবান করেছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই। ১৮ জুলাই সকাল থেকে রাস্তায় নেমে আসেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশেষ করে উত্তরা এবং বাড্ডা পুরোটাই ছিল বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দখলে।
গত ১৫ জুলাই বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটলে আন্দোলনে একাত্মতা ঘোষণা করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ১৭ জুলাই পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল ত্যাগে বাধ্য করা হয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় আন্দোলন স্তিমিত হয়ে যায়। এরপর আন্দোলনকে কার্যত টিকিয়ে রাখেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
১৮ ও ১৯ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর নজিরবিহীন হামলা চালায় পুলিশ। এদিন ছাত্রদের ওপর নির্বিচারে গুলি চালায় পুলিশ, যা এ আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয়। বলতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল ত্যাগে বাধ্য করার পর মূলতও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা আন্দোলনে গতি ধরে রাখেন।
এ আন্দোলনে ১৮ ও ৩০ জুলাই খুবই গুরুত্বপূর্ণ দিন। ১৮ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রতিরোধ এবং ৩০ জুলাই স্বৈরাচার শেখ হাসিনাকে ‘লাল কার্ড’ দেখানো তার অন্যতম বড় দিক।
বিডি-প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি