পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ১৬, আহত ৪৫

প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৫

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ১৬, আহত ৪৫

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ১৬, আহত ৪৫
অনলাইন ডেস্ক

 

পাকিস্তানের সিন্ধু প্রদেশের শেহয়ান শহরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৪৫ জন।

তীর্থযাত্রী বোঝাই দুটি বাস দুর্ঘটনার কবলে পড়েছে।

প্রথম দুর্ঘটনায় যাত্রীবাহী বাসের সাথে ট্রাকের সংঘর্ষ হয়। এতে পাঁচজন নিহত হন। আহত হন ১০ জন। সিন্ধু প্রদেশের শাহেদ বেনাজিরাবাদ জেলার কাজী আহমেদ শহরে এ ঘটনা ঘটে। এছাড়া খায়পুর জেলার রানীপুরে আরেক দুর্ঘটনায় ১১ জন নিহত হন। আহত হন ২৫ জন।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, উচ্চ গতি, বিপজ্জনক ওভারটেকিং এবং ট্রাফিক নিয়ম অবহেলার কারণে দেশটিতে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে থাকে।

জানা যায় একটি বাস জামশোরো জেলার সেহওয়ান শহরে লাল শাহবাজ কালান্দার মাজারের ভক্তদের নিয়ে যাচ্ছিল। এ সময় দ্রুতগতির বাসটি প্রথমে একটি গাধার গাড়িকে ধাক্কা দেয়। পরে বিপরীত দিক থেকে আসা একটি ট্রেলারের সাথে বড় সংঘর্ষ হয়।

বিডি প্রতিদিন