যে কারণে ইসরায়েলি জিম্মিকে স্বর্ণ মুদ্রা উপহার দিলো হামাস

প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৫

যে কারণে ইসরায়েলি জিম্মিকে স্বর্ণ মুদ্রা উপহার দিলো হামাস

যে কারণে ইসরায়েলি জিম্মিকে স্বর্ণ মুদ্রা উপহার দিলো হামাস
অনলাইন ডেস্ক

 

আবারও জিম্মি বিনিময়ের সৌজন্যের ক্ষেত্রে অনন্য নজির গড়েছে হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি এবার এক ইসরায়েলি জিম্মিকে বিশেষ একটি উপহার দিয়েছে। উপহারের চেয়েও বেশি নজর কেড়েছে উপহার দেয়ার কারণটি।

মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে বন্দী বিনিময় চুক্তির প্রথম পর্যায়ের ষষ্ঠ ধাপের অংশ হিসেবে ৩ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। এ সময় এক বন্দিকে তার ছোট্ট মেয়ের জন্য স্বর্ণ মুদ্রা উপহার দিয়েছে হামাস।

ডেকেল হান নামের ওই ইসরাইলি জিম্মি বন্দী করার কয়েক মাসের মাথাতেই বাবা হয়েছিলেন। হামাসের হাতে তিনি মোট ৫০০ দিনের মতো বন্দি ছিলেন। সেই কন্যা সন্তানের জন্যই স্বর্ণ মুদ্রাটি উপহার দিয়েছে হামাস।

হামাসের সশস্ত্র শাখা আল-কাসেম ব্রিগেড যে তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে তারা হলেন, সাশা আলেকজান্ডার ত্রুফানভ, সাগি ডেকেল হান এবং ইয়াইর হর্ন।

বিডি প্রতিদিন