সিলেট ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
গরুর ধান খাওয়া নিয়ে দুই গ্রামের সং ঘ র্ষ : আ হ ত ৪০
নিজস্ব প্রতিবেদক
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার কামরুপদলং ও আস্তমা গ্রামবাসীর মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন।
আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে এ সংঘর্ষ হয়।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম আলী জানান, গতকাল শনিবার বিকালে উপজেলার আস্তমা গ্রামের বজলু মিয়ার গরু কামরুপদলং গ্রামে সুন্দর আলীর ক্ষেতের ধান খাওয়াকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধকে কেন্দ্র করে আজ সকালে আস্তমা ও কামরুপদলং গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। সকাল ৭ টা থেকে শুরু হওয়া সংঘর্ষ চলে ৯ টা পর্যন্ত। পরে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
কয়েক দফা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন। আহতরা সুনামগঞ্জ সরকারি সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এলাকার পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণ রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সংঘর্ষে আহতরা হলেন কামরুপদলং গ্রামের সাকিব(২০),আলাই মিয়া(২২), আলম আহমদ রনি(৩৩) সুন্দর আলী (৭০), বাতির মিয়া(৬০),মোশরাফ আলী(৫৫), মুতিবুর(২২) সুজন(৩০),নবীর হোসেন,(২১), আস্তমা গ্রামের নাছির উদ্দিন(৫০), সাদির(৪৪),সুনুর আলী (৪১) মরছব আলী(৪৫), নিজাম (৫০) মো. আছির উদ্দিন(২৫), ইমরান(২৪) সৌরভ (২১), ফয়জুল(৩৮) শাহীন (২২)।
সংঘর্ষের ঘটনায় আইনী পদক্ষেপ চলমান রয়েছে বলে জানিয়েছেন শান্তিগঞ্জ থানার ওসি আকরাম আলী।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি