সিলেট ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
সেন্সর ছাড়পত্র পেল ‘ব্যাচেলর ইন ট্রিপ’
বিনোদন ডেস্ক
আনকাট সেন্সর পেয়েছে নির্মাতা নাসিম সাহনিকের নতুন চলচ্চিত্র ‘ব্যাচেলর ইন ট্রিপ’।
গোয়েন্দাগিরিখ্যাত নির্মাতা নাসিম সাহনিক পরিচালিত ও আম্মাজান ফিল্মস প্রযোজিত এই চলচ্চিত্রটি ইতোমধ্যে বৈচিত্র্যময় কাস্টিংয়ের জন্য আলোচিত হয়েছে। চলচ্চিত্রটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিরিন শিলা, কায়েস আরজু, কচি খন্দকার, তারেক মাহমুদ, সুবর্ণা সাইদ, মুকিত জাকারিয়া, মুসাফির সৈয়দ, রেবেকা, শাহনুর, দোলন দে, অপ্সরা, শিশির আহমেদ, রিতু দত্ত, আফফান মিতুল, নাসিম সাহনিক, শান্তা পল প্রমুখ।
২০২২ সালের ১৯ ডিসেম্বর শুটিংয়ের ক্যামেরা ওপেন হয়। বিভিন্ন লটে শুটিং শেষে ২০২৩ সালের ২০ অক্টোবর চলচ্চিত্রটির ক্যামেরা ক্লোজ করা হয়। এরপর চলে ডাবিং,কালারিং, সাউন্ড ডিজাইন, মিউজিকসহ পোস্ট প্রডাকশনের নানা ধরনের কাজ। ২০২৪ সালের শেষের দিকে সেন্সর বোর্ডে চলচ্চিত্রটি জমা দেয়া হয়। ২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি চলচ্চিত্রটি আনকাট সেন্সর সার্টিফিকেট পায় এবং ১৩ ফেব্রুয়ারি প্রযোজনা প্রতিষ্ঠানকে চলচ্চিত্রটির সার্টিফিকেট বুঝিয়ে দেয়া হয়।
পরিচালক নাসিম সাহনিক জানান, চলচ্চিত্রটি আনকাট সেন্সর পাওয়ায় বেশ ভালো লাগছে। শীঘ্রই একটি বিশেষ দিবসকে টার্গেট করে চলচ্চিত্রটি মুক্তি দেয়া হবে।
প্রযোজক মামুনুর ইসলাম জানান, সেন্সর বোর্ডের সদস্যরা চলচ্চিত্রটির ভূয়সী প্রশংসা করেছেন। চলচ্চিত্র সংশ্লিষ্ট সকলেই বেশ আনন্দিত। চলচ্চিত্রটির রিলিজ নিয়ে পুরো টিম কাজ করছে। শীঘ্রই চলচ্চিত্রটি দেশ বিদেশের দর্শকরা নানারকম মাধ্যমে উপভোগ করতে পারবেন।
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি