সিলেট ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
জগন্নাথপুরে চিলাউড়া হলদিপুর ইউনিয়ন জমিয়তের কাউন্সিল সম্পন্ন
নির্বাচনে কেমনে আসি জানিনা, তবে দেশ এবং
দশের স্বার্থে আসবো- চিলাউড়ায় তালহা আলম
সংবাদ বিজ্ঞপ্তি
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জগন্নাথপুর উপজেলার আওতাধীন চিলাউড়া হলদিপুর ইউনিয়ন জমিয়তের কাউন্সিল ও গণসমাবেশ গত ১৬ ফেব্রুয়ারী রবিবার বিকালে স্থানীয় চিলাউড়া বাজারে অনুষ্ঠিত হয়।
চিলাউড়া হলদিপুর ইউনিয়ন জমিয়তের আহবায়ক হাজী আনোয়ারের সভাপতিত্বে ও কবি আসাদ চৌধুরীর পরিচালনায় গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৩ আসনের জমিয়ত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জননেতা সৈয়দ তালহা আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা জমিয়তের আহবায়ক হাফিজ সৈয়দ ওযায়রুল হক মমনু, শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক এম আব্দুল হাফিজ, জগন্নাথপুর উপজেলা জমিয়ত সদস্য সচিব মাওলানা এরশাদ খান আল হাবীব, জগন্নাথপুর পৌর জমিয়তের সদস্য সচিব এম শাহীনুর রহমান শাহীন, সুনামগঞ্জ জেলা যুব জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা ওয়েস আহমদ, শান্তিগঞ্জ উপজেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা শহীদুর রহমান। বক্তব্য রাখেন মিরপুর ইউনিয়ন জমিয়তের সভাপতি মাওলানা হাফিজুর রহমান, জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক আহমেদ মারজান, কলকলিয়া ইউনিয়ন জমিয়তের সভাপতি ডাক্তার শামসুল হক, পাইলগাঁও ইউনিয়ন জমিয়তের আহবায়ক হাফিজ আলীনুর, মিরপুর ইউনিয়ন জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আমিরুল ইসলাম, জয়কলস ইউনিয়ন জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ আতিকুর রহমান, যুবনেতা ফয়সল আহমদ প্রমুখ।
কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে হাজী আনোয়ার মিয়াকে সভাপতি, মোঃ শফিকুর রহমানকে সাধারণ সম্পাদক ও মোঃ লুৎফর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ বলেন, বিগত ১৬ বছর প্রতিহিংসা, বিশেষ সিন্ডিকেট এর কারণে আমার জন্মস্থান জগন্নাথপুর জনগণ টেকসই উন্নয়ন থেকে বঞ্চিত ছিলো। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমার দল জমিয়ত আমাকে সুনামগঞ্জ-৩ আসনের জন্য সংসদ সদস্য প্রার্থী ঘোষণা করছে। আমি আমার নির্বাচনী আসনের প্রতিটি এলাকায় যাচ্ছি, জনগণের সাথে কথা বলছি, জনগণের চাওয়া পাওয়া শুনছি, আমার ভবিষ্যৎ পরিকল্পনা তাদের সাথে শেয়ার করছি। আমি আপনাদের এলাকার সন্তান হিসেবে দাবী জানাচ্ছি, এলকার টেকসই উন্নয়নের স্বার্থে দলমত নির্বেশেষে আপনাদের সকলের সমর্থন চাই।
“ব্যাক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। অনেক সময় দেশের স্বার্থে দলের স্বার্থ ত্যাগ করতে হয়। দেশের স্বার্থে দলের উর্দ্ধে অতীতের মতো আবারো আপনাদের কাছে আমার ভোটের দাবী।” – চিলাউড়া হলদিপুর ইউনিয়নে প্রধান অতিথির বক্তব্যে তালহা আলম সমাবেশে দাবী করেন। তিনি আরো বলেন, “নির্বাচনে কেমনে আসবো জানিনা, তবে দেশের মার্কা নিয়ে আসবো।” দলমতের উর্দ্ধে ভোটের দাবী করেন তিনি। জমিয়ত মুফতি ওয়াক্কাস গ্রুপ মনোনীত প্রাথী সুনামগঞ্জ-৩ আসনে টেকসই উন্নয়নে তিনি আন্তর্জাতিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সামনে এগিয়ে নিয়ে যেতে চান। বিজ্ঞপ্তি
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি