সিলেট ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
দুর্দান্ত জয়ে সিরিজে সমতা ফেরাল আয়ারল্যান্ড
অনলাইন ডেস্ক
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৬ উইকেটে হারিয়েছে আয়ারল্যান্ড। এই জয়ে সিরিজে ১-১ সমতা ফেরালো আইরিশরা।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) হারারে স্পোর্টস ক্লাব মাঠে টসে জিতে আগে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠায় আয়ারল্যান্ড। আগে ব্যাটিংয়ে নেমে ৪৯ ওভারে ২৪৫ রানে অলআউট হয় জিম্বাবুয়ে।
দলের হয়ে সর্বোচ্চ ৬১ রানের ইনিংস খেলেছেন ওয়েসলি মাদেভেরে। এছাড়া ফিফটি হাঁকিয়েছেন সিকান্দার রাজাও। ৭৫ বলে ৫৮ রান করেন রাজা। শেষ দিকে ৩৫ বলে ৩৫ রানের ইনিংস খেলেন ওয়েলিংটন মাসাকাদজা।
আইরিশ বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন মার্ক অ্যাডায়ার। ১০ ওভারে ৫৪ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন তিনি। ৫ ওভারে ১৩ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন ক্যাম্ফার।
আইরিশদের দেয়া ২৪৫ রানের লক্ষ্যটা যে বেশ কঠিন হতে যাচ্ছিল, সেটা বোঝা গিয়েছিল প্রথম ইনিংসের শেষদিকে পিচের অসম বাউন্স দেখেই। তবে সেসব বিষয় মাথায় রেখেই দেখেশুনে ইনিংসের দারুণ সূচনা করেন দুই আইরিশ ওপেনার পল স্টার্লিং এবং অ্যান্ডি ব্যালবার্নি।
দলীয় ২৭ রানে ব্লেসিং মুজারাবানির দুর্দান্ত এক বাউন্সি ডেলিভারিতে নিয়ন্ত্রণ রাখতে না পেরে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দেন ব্যালবার্নি। উইকেটের অসম বাউন্স তখন আরও স্পষ্টভাবে নজরে আসছিল। তবে সেই অসম বাউন্সের মধ্যে জিম্বাবুয়ের পেসারদের সুইং সামলেছেন পল স্টার্লিং এবং ক্যাম্ফার।
রানের চাপ না থাকায় শুরুর দিকে একটু ধীরগতিতে রান তোলেন ক্যাম্ফার-স্টার্লিং। ধীরে ধীরে বাড়ান রানের গতিও। তবে সেটা করতে গিয়ে উইকেট হারানোর মতো কোনো ঝুঁকি নেননি তারা। ২৮ ওভার ২ বল উইকেটে ছিলেন এই দুই ব্যাটার। তাতে রান তুলেছেন ১৪৪। দুইজনেই পেয়েছেন নিজেদের ব্যক্তিগত অর্ধশতকের দেখা। আর মূলত এখানেই ম্যাচটা জিতে গিয়েছিল আয়ারল্যান্ড।
আয়ারল্যান্ড যখন জয় থেকে ৭৭ রান দূরে, তখন ব্যক্তিগত ৬৪ রানে আউট হন ক্যাম্ফার। দ্রুত সময়ের মধ্যে ফেরেন হ্যারি টেক্টরও। তবে অন্যপ্রান্তে হাল ধরে রেখেছিলেন পল স্টার্লিং। দায়িত্বশীল ব্যাটিংয়ে এগোচ্ছিলেন নিজের শতকের পথে। তবে ছুঁতে পারেননি তিন অঙ্কের ম্যাজিক ফিগার। ক্যাম্ফার আউট হয়েছেন ফিফটির একটু পর। ৯৪ বলে ৬৩ রান করে বিদায় নিয়েছেন ক্যাম্ফার। দ্বিতীয় উইকেট জুটিতে দুজনে মিলে যোগ করেন ১৪৪ রান। স্টার্লিং আউট হন ১০২ বলে ৮৯ রান করে।
শেষ দিকে জয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন জর্জ ডকরেল এবং লরকান টাকার। ৮ বল হাতে রেখে ৬ উইকেটের দারুণ এক জয় তুলে নেয় আয়ারল্যান্ড। ৪৮ বলে ৩৬ রান করে অপরাজিত ছিলেন টাকার। ২০ বলে ২০ রান করে টিকে ছিলেন ডকরেল।
জিম্বাবুয়ের হয়ে ২ উইকেট তুলেছেন ট্রেভর গুয়ান্দু। তিন ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা। সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে মাঠে গড়াবে আগামী ১৮ ফেব্রুয়ারি।
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি