সিলেট ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
অর্থ পাচার মামলায় মরিশাসের সাবেক প্রধানমন্ত্রী গ্রেফতার
অনলাইন ডেস্ক
অর্থ পাচার (মানি লন্ডারিং) মামলায় গ্রেফতার হয়েছেন মরিশাসের সাবেক প্রধানমন্ত্রী প্রাভিন্দ জগুনাথ। দেশটির রাষ্ট্রায়ত্ত আর্থিক অপরাধসংক্রান্ত কমিশন (FCC) গতকাল রবিবার এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।
এফসিসির মুখপাত্র ইব্রাহিম রোসায়ি সাংবাদিকদের বলেন, প্রাভিন্দ জগুনাথকে গ্রেফতার করা হয়েছে। তিনি জানান, মরিশাসের মধ্যাঞ্চলের মোকা জেলার মোকা ডিটেনশন সেন্টারে সাবেক এই প্রধানমন্ত্রীকে রাখা হয়েছে।
গ্রেফতারের পর প্রাভিন্দ জগুনাথের বাসভবনসহ বেশ কয়েকটি স্থানে তল্লাশি চালায় এফসিসির গোয়েন্দারা। সংস্থাটি জানিয়েছে, তল্লাশি অভিযানে ১১ কোটি ৪০ লাখ মরিশাস রুপি (প্রায় ২৪ লাখ মার্কিন ডলার) জব্দ করা হয়েছে। এরপরই সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেফতারের ঘোষণা দেওয়া হয়।
সাবেক প্রধানমন্ত্রীর আইনজীবী রৌফ গুলবুল গতকাল সাংবাদিকদের বলেন, তার মক্কেলের বিরুদ্ধে আপাতত অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে। তবে প্রাভিন্দ জগুনাথ এসব অভিযোগ অস্বীকার করেছেন।
মরিশাসের বর্তমান প্রধানমন্ত্রী নবীন রামগুলাম গত নভেম্বরে জানান, সাবেক প্রশাসনের কিছু সরকারি ব্যয়ের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। তাই বিষয়টি তদন্ত করা হবে। গত মাসে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নরকে আটক করা হয়। তার বিরুদ্ধে জালিয়াতির ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়। বর্তমানে তিনি জামিনে আছেন। এবার সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেফতার করা হলো।
প্রাভিন্দ জগুনাথ ২০১৭ সালের জানুয়ারিতে মরিশাসের প্রধানমন্ত্রী হন। তিনি ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত এ দায়িত্ব পালন করেন।
সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি