সিলেট ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী! আজ উন্মোচিত হচ্ছে মাস্কের ‘গ্রোক ৩’
অনলাইন ডেস্ক
ইলন মাস্কের স্টার্টআপ প্রতিষ্ঠান এক্সএআই তাদের এআই চ্যাটবটের নতুন সংস্করণ ‘গ্রোক ৩’ উন্মোচন করতে যাচ্ছে। এটি আজ সোমবার, সিলিকন ভ্যালির স্থানীয় সময় রাত ৮টায় সরাসরি সম্প্রচারিত হবে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (পূর্বের টুইটার) ইলন মাস্ক নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।
‘গ্রোক ৩’ সিন্থেটিক ডেটা (কৃত্রিম তথ্য) দিয়ে প্রশিক্ষিত, যা নিজস্ব ভুল শনাক্ত করতে ও যৌক্তিক বিশ্লেষণের মাধ্যমে আরও উন্নত ফলাফল তৈরি করতে সক্ষম। মাস্ক জানান, ডেভেলপারদের সঙ্গে কাজ করে তিনি পণ্যটি নিখুঁত করার চেষ্টা করছেন। তার দাবি, ‘গ্রোক ৩’ এখন পর্যন্ত বাজারে আসা যেকোনো এআই মডেলকে ছাড়িয়ে যাবে।
বাংলাদেশ থেকে অনুষ্ঠানটি যেভাবে দেখবেন
‘গ্রোক ৩’ উন্মোচনের অনুষ্ঠানটি এক্স প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচারিত হবে। বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ১০টায় এটি দেখা যাবে।
এআই প্রতিযোগিতায় নতুন চ্যালেঞ্জ
গত সপ্তাহে মাস্ক ঘোষণা দেন যে ‘গ্রোক ৩’ এখন আপগ্রেডেশন এর শেষ পর্যায়ে আছে এবং এটি কয়েক সপ্তাহের মধ্যে বাজারে আসবে। এক্সএআই এখন ওপেনএআই-এর চ্যাটজিপিটির মতো পণ্য তৈরি করতে আগ্রহী এবং বৈশ্বিক এআই প্রতিযোগিতায় নিজেদের জায়গা করে নিতে চায়।
‘গ্রোক ৩’ এমন সময় আসছে, যখন বৈশ্বিক এআই প্রতিযোগিতা আরও তীব্র হয়ে উঠেছে। সম্প্রতি, চীনের স্টার্টআপ ‘ডিপসিক’ কম দামের উচ্চমানের চ্যাটবট উন্মোচন করেছে, যা প্রযুক্তি খাতের নেতৃত্বে যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এমনকি, অ্যাপল অ্যাপ স্টোরে চ্যাটজিপিটি-এর ডাউনলোড সংখ্যাও ছাড়িয়ে গেছে ডিপসিকের নতুন চ্যাটবট।
মাস্কের এআই বিনিয়োগ ও ভবিষ্যৎ পরিকল্পনা
ইলন মাস্ক এআই নিয়ে একাধিকবার সতর্কবার্তা দিয়েছেন, দাবি করেছেন এটি মানব সভ্যতার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। তবে, তিনি নিজেই এই খাতে বড় বিনিয়োগ করছেন।
২০২৩ সালের ডিসেম্বরে, এক্সএআই ঘোষণা করে যে তারা ৬ বিলিয়ন ডলার মূলধন সংগ্রহ করেছে। এতে মার্কিন ভেঞ্চার ক্যাপিটালিস্ট, চিপ নির্মাতা এনভিডিয়া ও এএমডি, এবং সৌদি আরব ও কাতারের বিনিয়োগ তহবিল অন্তর্ভুক্ত ছিল।
বর্তমানে, এক্সএআই বিশ্বের অন্যতম মূল্যবান স্টার্টআপ হলেও ওপেনএআই-এর তুলনায় এখনও অনেক ছোট।
সম্প্রতি, ইলন মাস্কের নেতৃত্বে বিনিয়োগকারীদের একটি দল ওপেনএআই-কে কিনে নেওয়ার জন্য ৯৭.৮ বিলিয়ন ডলারের প্রস্তাব দেয়। তবে, ওপেনএআই-এর বোর্ড ৯৭.৪ বিলিয়ন ডলারের প্রস্তাব প্রত্যাখ্যান করে।
এ বিষয়ে ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যান বলেন, “আমি চাই, মাস্ক ভালো একটি পণ্য তৈরি করে আমাদের সঙ্গে প্রতিযোগিতা করুন।”
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি