সিলেট ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
ইউক্রেন-ইউরোপ থাকবে শান্তি আলোচনায়, আশ্বাস মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর
অনলাইন ডেস্ক
ইউক্রেন ও ইউরোপ অবশ্যই “শান্তি আলোচনায়” অংশ নেবে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি আশা প্রকাশ করে বলেন, এই আলোচনার মাধ্যমেই দেশটিতে চলমান যুদ্ধের ইতি ঘটবে।
যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সৌদি আরবে আসন্ন বৈঠকের বিষয়ে ইউরোপীয় নেতাদের উদ্বেগ দূর করার চেষ্টায় রুবিও বলেন, এখনও আনুষ্ঠানিক আলোচনার শুরু হয়নি, তবে আলোচনায় ইউক্রেন ও অন্যান্য ইউরোপীয় দেশকে যুক্ত করা হবে। সোমবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মার্কিন কূটনৈতিক প্রচেষ্টা ও শান্তি আলোচনার প্রস্তুতি
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ইউরোপীয় দেশগুলোর কাছে একটি প্রশ্নপত্র পাঠিয়েছে, যাতে জানতে চাওয়া হয়েছে, তারা কতসংখ্যক সেনা পাঠাতে পারবে ইউক্রেন-রাশিয়া শান্তিচুক্তি বাস্তবায়নের জন্য।
রুবিও বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি পুতিনের সঙ্গে কথা বলেছেন, যেখানে পুতিন শান্তি আলোচনায় আগ্রহ প্রকাশ করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্পও একটি দীর্ঘমেয়াদি সমাধানের পক্ষে, যা ইউক্রেনের সার্বভৌমত্বকে রক্ষা করবে।”
ট্রাম্পের প্রতিক্রিয়া ও ইউক্রেন সংকট
ট্রাম্প রবিবার বলেন, “আমি নিশ্চিত পুতিন পুরো ইউক্রেন দখল করতে চান না। যদি তিনি তা করতেন, তবে সেটা আমার জন্য বড় সমস্যা হয়ে দাঁড়াত। আমার মনে হয় তিনি যুদ্ধ শেষ করতে চান।”
তিনি আরও বলেন, “জেলেনস্কি অবশ্যই আলোচনায় থাকবে।”
ইউরোপের ভূমিকা নিয়ে বিতর্ক
তবে ট্রাম্পের ইউক্রেন দূত কিথ কেলোগ মিউনিখ নিরাপত্তা সম্মেলনে বলেন, ইউক্রেন ও ইউরোপীয় দেশগুলো আলোচনার বাইরে থাকতে পারে।
এই বিষয়ে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ জানান, ইউক্রেনীয় কর্মকর্তারা সাম্প্রতিক মিউনিখ সম্মেলনে বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন, এবং ট্রাম্পও জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন।
রুবিও বলেন, আলোচনায় ইউক্রেন ও ইউরোপীয়রা অবশ্যই থাকবে, কারণ ইউক্রেনই রাশিয়ার আক্রমণের শিকার এবং ইউরোপীয় দেশগুলো রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে এখনও আমরা সেখানে পৌঁছাইনি।
ফ্রান্সের জরুরি বৈঠক ও ইউরোপীয় উদ্বেগ
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সোমবার ইউরোপীয় নেতাদের সঙ্গে জরুরি বৈঠক ডেকেছেন। কারণ ইউরোপীয় দেশগুলো শঙ্কিত, ট্রাম্প প্রশাসন ইউক্রেন ইস্যুতে একতরফা সিদ্ধান্ত নেবে, যা কিয়েভ ও ইউরোপীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর হতে পারে।
রুবিও জানান, তিনি শনিবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে ফোনে কথা বলেছেন, তবে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে বিস্তারিত জানাননি।
সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি