প্রথম কূটনৈতিক সফরে জাপানে তালিবান প্রতিনিধিদল

প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৫

প্রথম কূটনৈতিক সফরে জাপানে তালিবান প্রতিনিধিদল

প্রথম কূটনৈতিক সফরে জাপানে তালিবান প্রতিনিধিদল

অনলাইন ডেস্ক

 

জাপান সফরে আফগানিস্তানের শাসক গোষ্ঠী তালিবানের একটি প্রতিনিধিদল। জাপানে এটি তাদের প্রথম সফর।

সোমবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জাপানি গণমাধ্যমের বরাতে আল-জাজিরা জানিয়েছে, পররাষ্ট্র, শিক্ষা, অর্থনীতি ও স্বাস্থ্য কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত প্রতিনিধিদলটি এক সপ্তাহব্যাপী সফরে রবিবার জাপানে পৌঁছেছে।

২০২১ সালে ক্ষমতা পুনরুদ্ধারের পর থেকে তালিবানের কূটনৈতিক সফর মূলত আফগানিস্তানের আশপাশের অঞ্চলেই সীমাবদ্ধ ছিল। জাপানের মতো দেশে তাদের এমন সফর বিরল ঘটনা।

তালিবান প্রতিনিধিরা জাপানি কর্মকর্তাদের সঙ্গে মানবিক সহায়তা চাওয়ার পাশাপাশি সম্ভাব্য কূটনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা করতে পারেন বলে আশা করা হচ্ছে।

আফগানিস্তানের ক্ষমতায় আসার পর থেকে তালিবান বিভিন্ন আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় সদস্য হওয়ার প্রচেষ্টা চালাচ্ছে। তালিবানের অর্থ মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী লতিফ নজরি এই সফরকে সেই প্রচেষ্টার অংশ হিসেবে বর্ণনা করেছেন।

সূত্র : আল-জাজিরা।

বিডি-প্রতিদিন