সিলেট ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২১
নিজস্ব প্রতিবেদক:
:: সিলেট সিটি করপোরেশনের মেয়রের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাই কমিশনার জাবেদ প্যাটেল। সাক্ষাতে বৃটেন ও সিলেটের নানা বিষয়ে সৌহার্দ্যপূণ আলোচনা হয়।
সোমবার (২৫ জানুয়ারি) বিকেল পৌনে চারটায় আসেন ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাই কমিশনার জাবেদ প্যাটেল নগর ভবনে আসলে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান সিসিক মেয়র সহ কর্মকর্তারা।
পরে সিসিক মেয়রের সাথে সৌহর্দ্যপূর্ণ আলোচনায় দুই দেশের দীর্ঘদিনের সর্ম্পকের বিষয় উঠে আসে। করোনা পরিস্থিতি মোকাবেলায় সিলেট সিটি করপোরেশনের নানা পদক্ষেপ সম্পর্কে তুলে ধরেন সিসিক মেয়র। এদিকে বৃটেনের করোনা পরিস্থিত অবস্থাও বর্নণা করেন ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাই কমিশনার জাবেদ প্যাটেল।
এছাড়া সিলেট সিটি করপোরেশনে উন্নয়ন সংস্থা ইউএনডিপির চলমান প্রকল্প নিয়েও আলোচনা হয়।
পরে সিটি করপোরেশনের পক্ষ থেকে ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাই কমিশনার জাবেদ প্যাটেলকে সিলেটের ঐতিহ্যবাহী শিতল পাটি, চা ও ক্রেস্ট প্রদান করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, সচিব ফাহিমা ইয়াসমিন, প্রধান রাজস্ব কর্মকর্তা বিজন কুমার সিংহ, নির্বাহি ম্যাজিস্ট্রেট সুমন চর্দ্র দাস, হিসাবরক্ষন কর্মকর্তা আ ন ম মনছুফ, প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমান, এসেসর চন্দন দাশ, মেয়রের সহকারি একান্ত সচিব সুহেল আহমদ ও জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি