যে বর্ণনা দিলেন যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো ভারতীয়রা

প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৫

যে বর্ণনা দিলেন যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো ভারতীয়রা

যে বর্ণনা দিলেন যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো ভারতীয়রা

 

অনলাইন ডেস্ক

 

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে বসার পর থেকেই শুরু হয়েছে দেশ থেকে অবৈধ অভিবাসী বিতাড়ন। গত ৫ ফেব্রুয়ারি থেকে এখনও পর্যন্ত অবৈধ অভিবাসী ভারতীয়দের নিয়ে আমেরিকার তিনটি বিমান ভারতে এসেছে।

বিতাড়িতদের হাতে হাতকড়া, পায়ে শিকলের বেড় পরানো নিয়ে ভারতের রাজনীতিতে জলঘোলাও কম হচ্ছে না। সেই আবহেই এ বার দেশে ফেরা এক শিখ ধর্মাবলম্বী ব্যক্তি শোনালেন মার্কিন বন্দিশিবিরে কাটানো ভয়াবহ দিনগুলোর কথা। জানালেন, দীর্ঘ দিন মেলেনি পর্যাপ্ত খাবার, পানি। এমনকি, ‌এক পর্যায়ে মাথা থেকে টেনে খুলে নিয়ে তাঁর পাগড়িটিও ফেলে দেওয়া হয়েছিল ডাস্টবিনে।

পাঞ্জাবের অমৃতসরের বাসিন্দা যতীন্দ্র সিংহ। বয়স ২৩। মাস তিনেক আগে কাজের খোঁজে পাড়ি দিয়েছিলেন আমেরিকার উদ্দেশে। ২৭ নভেম্বর আমেরিকার সীমান্তে ধরা পড়ে যান। সেই থেকে ঠাঁই হয় বন্দিশিবিরেই। তার অভিযোগ, সেখানে জোর করে খুলে ফেলা হয় তাঁর মাথার পাগড়ি। বলা হয়, বন্দিশিবিরে পাগড়ি পরার অনুমতি নেই। অভিযোগ, এর পর পাগড়িটি নিয়ে ডাস্টবিনে ফেলে দেন নিরাপত্তারক্ষীরা।

সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’কে যতীন্দ্র জানিয়েছেন, শুধু তা-ই নয়, বন্দিশিবিরে অত্যাচারও করা হত অবৈধবাসীদের। পর্যাপ্ত খাবার কিংবা জলের ব্যবস্থা ছিল না। কখনও কখনও দীর্ঘ ক্ষণ অভুক্ত অবস্থাতেই কাটাতে হত। কখনও আবার জুটত শুধু চিপ্‌স এবং ফলের রস। এই খবর প্রকাশ্যে আসার পরেই প্রতিবাদে সরব হয়েছে বিভিন্ন শিখ সংগঠন। আমেরিকার ব্যবস্থাপনার কড়া নিন্দা করেছে শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটি (এসজিপিসি)।

রবিবার রাতে আরও ১১১ জন অবৈধ অভিবাসী ভারতীয়ের সঙ্গে দেশে ফিরেছেন যতীন্দ্র। তাঁর অভিযোগ, ৩৬ ঘণ্টার গোটা যাত্রাপথে হাতে-পায়ে বাঁধা ছিল শিকল।

বিডি প্রতিদিন