সিলেট ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
‘আর্ন্তজাতিকভাবে স্বীকৃত খুনি হাসিনাকে অবিলম্বে ফেরত চাই’
অনলাইন ডেস্ক
বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির জাতীয় কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ্ প্রিন্স বলেছেন, ‘শেখ হাসিনার স্থান বাংলাদেশেও নাই ভারতেও নাই, দুনিয়ার কোথাও নাই। জাতিসংঘের রিপোর্টে স্পষ্ট উল্লেখ রয়েছে হাসিনার নির্দেশে খুন হয়েছে। আর্ন্তজাতিকভাবে স্বীকৃত খুনি হাসিনাকে অবিলম্বে ফেরত চাই, বাংলাদেশের মাটিতে তার বিচার হবেই, কোন ক্ষমা নাই।’
আজ সোমবার বিকালে নেত্রকোনা শহরের মোক্তারপাড়া কালেক্টরেট প্রাঙ্গণে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে ২৫ মাস জেলে রেখে হাসিনা তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। গত ৫ আগস্ট বাংলাদেশের মানুষ জবাব দিয়েছে। হাসিনা বাংলাদেশেই থাকতে পারেনি। ভারতে আশ্রিতা হয়ে রয়েছেন।’
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, সহ ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট আরিফা জেসমিন নাহিন, সাবেক জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, এডভোকেট মাহফুজুল হক প্রমুখ।
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি