কমলগঞ্জে সাংবাদিক ও শিক্ষকের স্মরণ সভা

প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৫

কমলগঞ্জে সাংবাদিক ও শিক্ষকের স্মরণ সভা

কমলগঞ্জে সাংবাদিক ও শিক্ষকের স্মরণ সভা

 

স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক ::
মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত প্রবাসী লেখক-সাংবাদিক-রাজনীতিবিদ মরহুম ইসহাক কাজল এর ৫ম মৃত্যুবার্ষিকী ও বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও শিক্ষক সত্যেন্দ্র মোহন দেব এর মৃত্যুতে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার শহীদনগর বাজার পতনঊষারে গ্রাম বাংলা সমাজকল্যাণ পরিষদের আয়োজনে এ স্মরণ সভা হয়।
গ্রাম বাংলা সমাজকল্যাণ পরিষদের সভাপতি প্রবীন সাংবাদিক আব্দুল হান্নান চিনুর সভাপতিত্বে ও সাংবাদিক মাহিদুল ইসলামের পরিচালনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সুজা মেমোরিয়াল কলেজের সহযোগী অধ্যাপক মো: আব্দুল আহাদ, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নূরুল মোহাইমিন মিল্টন, আবুল ফজল চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসবাউর রহমান চৌধুরী, সমাজসেবক এখলাছ উদ্দিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিফজুর রহমান বকস, আব্দুর রশিদ ফুল, সোলেমান আহমেদ, সাংবাদিক জয়নাল আবেদীন, আব্দুল বাছিত খান, ইউপি সদস্য আব্দুল হান্নান, সমাজসেবক আনোয়ার খান, মর্তুজ আলী, সুবোধ পাল, জাহাঙ্গীর আহমদ, সমরেশ মোহন দেব প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ