দেশকে আর বেশিদিন অগণতান্ত্রিক রাখবেন না : মিন্টু

প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৫

দেশকে আর বেশিদিন অগণতান্ত্রিক রাখবেন না : মিন্টু

দেশকে আর বেশিদিন অগণতান্ত্রিক রাখবেন না : মিন্টু

 

অনলাইন ডেস্ক

 

সংস্কারের নামে টালবাহানা করে দেশকে আর বেশিদিন অগণতান্ত্রিক না রাখার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।

আজ সোমবার বিকেলে চাঁদপুর হাসান আলী স্কুল মাঠে আয়োজিত বিএনপি’র জনসভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

তিনি বলেন, সংস্কার আমরাও চাই। আমরাও চাই দেশের উন্নয়ন, দেশের অর্থনীতি প্রবৃদ্ধি। তবে সংস্কার একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। একদিনে সংস্কার করলে কিছু হয় না। কারণ দেশের প্রতিটি নতুন প্রজন্ম তার আগের প্রজন্ম থেকে বেশি শিক্ষিত ও অভিজ্ঞতাপূর্ণ।

চাঁদপুর জেলা বিএনপি’র জনসভায় সাধারণ সম্পাদক এড. সলিম উল্যাহ সেলিমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া ও সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোহাম্মদ মোস্তাক মিয়া।

জনসভা শুরুর পূর্বেই সভাস্থলে এসে উপস্থিত হয় দলটির অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী বৃন্দ।

বিডি প্রতিদিন